ভালবাসার দিনে আপনার চুলও হয়ে উঠুক আজ লাজে রাঙা

আপনার চুলের রঙ, জন্ম থেকেই লাল? অথবা, বেশ টাকা খরচ করিয়েই, পার্লারে গিয়ে সাধের চুলকে করেছেন আগুনে কৃষ্ণচূড়া রঙের?

Updated By: Nov 5, 2015, 11:01 AM IST
ভালবাসার দিনে আপনার চুলও হয়ে উঠুক আজ লাজে রাঙা

ওয়েব ডেস্ক: আপনার চুলের রঙ, জন্ম থেকেই লাল? অথবা, বেশ টাকা খরচ করিয়েই, পার্লারে গিয়ে সাধের চুলকে করেছেন আগুনে কৃষ্ণচূড়া রঙের?

আপনার এমন লাল রঙের চুল দেখে কেউ বা খুশি হয় খুব। হতে পারে, কেউ একটু নাকও সিঁটকায়। ইস, চুল শুধু কালোতেই ভাল। বলুক বলুক, এমন কথায় আপনার বয়েই গেল।

অন্তত আজকের দিনটাতে তো বটেই। কারণ, আজ ৫ নভেম্বর যে ‘’লাভ ইওর রেড হেয়ারি ডে’’ ! আজকের দিনটা যেন সত্যিই আপনার ওই লালচুল গর্বে ফুলে থাকে আরও। হয়ে ওঠে লাজে রাঙা।তবেই তো পালন করা হবে লাল চুলকে ভালবাসার দিন।

.