‘দেশপ্রেমী পাত্রী চাই’! নতুন চাহিদায় ভাইরাল পাত্র-পাত্রীর বিজ্ঞাপন!
এবার পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনে এল নতুন চমক যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব সংবাদদাতা: যে কোনও সংবাদপত্রের পাত্র-পাত্রী চাই বিভাগে বা ম্যাট্রিমোনিয়াল সাইটগুলিতে যে ধরনের বিজ্ঞাপনগুলি দেওয়া হয় তা কখনও কখনও সত্যিই বেশ হাস্যকর! তবে এতদিন পর্যন্ত পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনে সুন্দরী শিক্ষিতা রুচিশীলা, গৃহকর্মে নিপুণা পাত্রী, একমাত্র কন্যা আবার উল্টোদিকে পাত্রের খোঁজে থাকত বিপুল অর্থের মালিক, ভদ্র, সভ্য, রুচিশীল, পিছুটান হীন, সরকারি চাকুরে এইধরনের বিজ্ঞাপন। তবে এবার পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনে এল নতুন চমক যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একজন বেকার দন্ত চিকিৎসক জমিয়ে সংসার করতে চান সুন্দরী, সুশীলা, কট্টর দেশপ্রেমী পাত্রীর সঙ্গে। তাই তিনি দেশপ্রেমী পাত্রীর খোঁজে বিজ্ঞাপন দিয়েছেন সংবাদপত্রে।
বিজ্ঞাপনদাতার নাম ডঃ অভিনব কুমার, বয়স ৩১ বছর। বিজ্ঞাপনের ভাষাও অভিনব। তিনি লিখেছেন, “আমি একজন অত্যন্ত ফর্সা, সুন্দরী, অত্যন্ত সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী এবং যত্নশীলা, সাহসিনী, শক্তিধারী এবং ধনবতী বউ খুঁজছি”।
চাহিদা এখানেই শেষ হচ্ছে না! তিনি আরও লিখেছেন, “পাত্রীকে অবশ্যই কট্টর দেশপ্রেমিক হতে হবে। প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়া ক্ষেত্রে যোগদানের মতো প্রতিভা থাকতে হবে। শিশুদের লালন-পালনে বিশেষজ্ঞ হতে হবে পাশাপাশি তাঁকে একজন ভারতীয় হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে হতে হবে। কী ভাবে ভাল রান্না করতে হয় তা-ও জানতে হবে পাত্রীকে। মেয়েটি ঝাড়খণ্ড বা বিহারের বাসিন্দা হতে হবে। শুধু তাই নয়, তাঁর মধ্যে ৩৬টি গুণের সমাহারও থাকা দরকার”। তবে তিনি এ-ও লেখেন, “বিয়ে করার কোনও তাড়া নেই”।
আরও পড়ুন:শাল, সেগুনের ছায়ায়, উইকএন্ডে চলুন ভালকি মাচান সবুজের মায়ায়!
তবে এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। একজন নেটিজেন লেখেন, “মেয়েটির কাছ থেকেই সব কিছু আশা করবেন নাকি আপনি নিজেও কিছু করবেন ... অন্তত এক গ্লাস জল তুলে খান।” আবার আরেকজন লেখেন, “আমি মনে করি ওনার নিজের ছায়াকেই বিয়ে করা উচিত।”