গরম থেকে ঠান্ডায়: লেমন আইসড টি

গরমে সব এনার্জি উধাও। চা ছাড়া চলছে না। এ দিকে গরম চা অস্বস্তিও বাড়াচ্ছে শরীরের। তার থেকে খান ঠান্ডা চা।

Updated By: May 6, 2014, 01:11 PM IST

গরমে সব এনার্জি উধাও। চা ছাড়া চলছে না। এ দিকে গরম চা অস্বস্তিও বাড়াচ্ছে শরীরের। তার থেকে খান ঠান্ডা চা।

কী কী লাগবে-

ফুটন্ত জল-৪ কাপ
টি ব্যাগ-৬টা
চিনি- ১ ১/২ কাপ
লেবুর রস-৪টে লেবুর

কীভাবে বানাবেন-

একটা জারে জল ঢেলে টি ব্যাগ ৪৫ মিনিট ভিজিয়ে রাখুন। জল থেকে তুলে টি ব্যাগ ফেলে দিয়ে চিনি ও লেবুর রস দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি পুরো গলে মিশে যায়। ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। খাওয়ার সময় চিলড খান।

.