তলস্তয়ের ১৮৬তম জন্মদিনে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ
রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক লিও তলস্তয়ের ১৮৬তম জন্মদিনে গুগল তাঁকে জানাল ডুডলিং শ্রদ্ধার্ঘ। ১৮২৮ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পৃথিবীখ্যাত এই ঔপন্যাসিক। ১৯১০ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান তিনি।
ওয়েব ডেস্ক: রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক লিও তলস্তয়ের ১৮৬তম জন্মদিনে গুগল তাঁকে জানাল ডুডলিং শ্রদ্ধার্ঘ। ১৮২৮ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পৃথিবীখ্যাত এই ঔপন্যাসিক। ১৯১০ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান তিনি।
আজকের গুগল ডুডলটি কয়েকটি স্লাইডের মাধ্যমে সাজানো। প্রথম স্লাইডটিতেই লম্বা দাঁড়ির তলস্তয় মোমের আলোয় নিজের ডেস্কে ব্যস্ত রয়েছেন সাহিত্য সৃষ্টিতে। পরের তিনটি স্লাইডে পর পর উঠে এসেছে তাঁর বিখ্যাত তিনটি উপন্যাস, ওয়ার এন্ড পিস, অ্যানা কারেনিনা ও দ্য ডেথ অফ ইভান ইলিচ।
ওয়ার এন্ড পিস বিশ্বসাহিত্যের সর্বকালীন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়।
তলস্তয়ের উপন্যাস যেমন বিষইয় বৈচিত্রের জন্য প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল তেমনই তাঁর সৃষ্টির দৈর্ঘ ও জটিলতা নিয়ে সমালোচনাও কম হয়নি।