Global Warming: উষ্ণতার রেকর্ড ভাঙল জানুয়ারি! দুশ্চিন্তায় বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। এর মধ্যে এ বছরের জানুয়ারি ছিল ১৭৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম জানুয়ারি মাস।

Updated By: Feb 8, 2024, 12:04 PM IST
Global Warming: উষ্ণতার রেকর্ড ভাঙল জানুয়ারি! দুশ্চিন্তায় বিজ্ঞানীরা

জি  ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জলবায়ু পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। রেকর্ড অনুযায়ী, গত বছরের জুন মাস থেকে এখনও অবধি জানুয়ারি হল সবচেয়ে উষ্ণতম মাস। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বৃহস্পতিবার জানান, জলবায়ু পরিবর্তনের কারণে রেকর্ডে জানুয়ারি মাসকে উষ্ণতম দেখা গিয়েছে। গত মাসে C3S-এর রেকর্ড অনুযায়ী, ১৯৫০-এ ফিরে যাওয়া আগের উষ্ণতম জানুয়ারি ছাড়িয়ে গিয়েছে,  যা ২০২০ সালে হয়েছিল।

এল নিনো এবং মানুষের জন্য জলবায়ু পরিবর্তন হয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলকে উষ্ণ করতে তোলে। যার ফলে তাপমাত্রা আরও বেড়ে যায়। ১৮৫০ সাল থেকে দেখলে ২০২৩ সালটি ছিল বিশ্বের রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর। 

পূর্ববর্তী বছরগুলির একই মাসের তুলনায় জুন থেকে প্রতি মাসই বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হিসাবে রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন:Horoscope Today: দিনভর চ্যালেঞ্জ লেগেই থাকবে কর্কটের, বাস্তব বুঝে সিদ্ধান্ত নিন কন্যা

C3S এর ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেন, 'শুধুমাত্র রেকর্ডে জানুয়ারি সবচেয়ে উষ্ণ নয়,  আমরা পুরো ১২ মাস প্রাক-শিল্প সময়ের চেয়ে ১.৫ সেন্টিগ্রেড (১.৭ ফারেনহাইট)-এর বেশি তাপমাত্রা অনুভব করেছি।' 

তিনি আরও বলেন, 'বিশ্বের তাপমাত্রার বৃদ্ধি বন্ধ করার একমাত্র উপায় গ্রিনহাউস গ্যাস নির্গমন দ্রুত হ্রাস করা।'

আরও পড়ুন:Valentine's Week Love Horoscope: কোথায় আছে প্রেম? দেখুন ভ্যালেন্টাইন সপ্তাহে কার ভাগ্যে কী?

মার্কিন বিজ্ঞানীরা বলেছেন যে, ২০২৪ গত বছরের থেকে আরও বেশি গরম হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এটি শীর্ষ পাঁচটি উষ্ণতম বছরে র‍্যাংকিংয়ে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে ৯৯ শতাংশ।

জলবায়ুর এল নিনো ঘটনাটি গত মাসে দুর্বল হতে শুরু করেছে। বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষের দিকে এটি শীতল জলের স্রোত বা লা নিনায় স্থানান্তরিত হতে পারে। তবে গত মাসে বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের গড় তাপমাত্রা অন্যান্য যে কোনো বছরের জানুয়ারি মাসের রেকর্ডের তুলনায় সর্বোচ্চ ছিল।

আরও পড়ুন:Rose Day 2024: রোজ ডে-তে দ্বিগুণ ভালোবাসা! প্রিয়জনকে সারপ্রাইজে দিন এই খাবারগুলি

জলবায়ুর গুরুতর এবং অপরিবর্তনীয় পরিণতি রুখতে ২০১৫ সালে প্যারিস চুক্তি নামে একটি জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। এই চুক্তির আওতায় দেশগুলো বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করা প্রতিরোধে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছিল। তবে এখনও প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বিশ্ব। গত বছরই বৈশ্বিক তাপমাত্রাকে টানা ১২ মাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে দেখেছে বিশ্ববাসী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.