রাশি রাশি বালির স্থাপত্য

সাগরের পাড়ে হঠাৎ জেগেছে পাহাড় চূড়া। বালির বিছানায় মাথা তুলেছে প্রাসাদের তোরণ। সবটাই শিল্পের সৌজন্যে। কেরালা স্যান্ড আর্ট ফেস্টিভালে ধরা পড়ল নানা রঙের ছবি।

Updated By: Apr 19, 2015, 11:56 PM IST
রাশি রাশি বালির স্থাপত্য

ওয়েব ডেস্ক: সাগরের পাড়ে হঠাৎ জেগেছে পাহাড় চূড়া। বালির বিছানায় মাথা তুলেছে প্রাসাদের তোরণ। সবটাই শিল্পের সৌজন্যে। কেরালা স্যান্ড আর্ট ফেস্টিভালে ধরা পড়ল নানা রঙের ছবি।

সি-বিচের এটাই মজা। সাগর দর্শন আর শিল্প দর্শন, অনেক সময় দুটোই একসঙ্গে হয়ে যায়। ঠিক যেমনটা এখন হচ্ছে কেরালার আলাপ্পুঝাতে। আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভাল ঘিরে চলছে বিরাট কর্মযজ্ঞ। রাশি রাশি বালি জড়ো করে চলছে স্থাপত্য নির্মাণ। শিল্পীর কল্পনা ফুটে উঠছে বিভিন্ন রূপে।

ঈশ্বরের নিজের দেশ। অপূর্ব প্রাকৃতিক শোভার কারণে এই নামেই পর্যটকদের কাছে পরিচিত কেরালা। ঈশ্বরের সেই দেশ এখন বালির শিল্পশোভায় আরও মায়াময়। বালুকাময় তটভূমি। দূর থেকে দেখলে মনে হবে বিভিন্ন আকৃতির ছোটো ছোটো পাহাড় । বেশিরভাগেরই পিরামিডাকৃতি। এর মধ্যে কোথায় যেন গাছের পাতা, তো কোথাও হাতির ছবি, তো কোথাও দেবদেবীর মূর্তি  খোদাই করা। কেরালায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে এই ইন্টারন্যাশানাল স্যান্ড আর্ট ফেস্টিভাল।  

এই স্যান্ড আর্ট উৎসব নিয়ে উচ্ছ্বসিত শিল্পীরা। কেরালার এই আন্তর্জাতিক  স্যান্ড আর্ট উৎসব যেমন একদিকে কেরালার শিল্পীদের বৃহত্তর জগতে সুযোগ তৈরি করবে,সাধারণ মানুষকেও শৈল্পিক দিক থেকেও উদ্বুদ্ধ করবে।

.