দুনিয়াটা যদি ১০০ জনের ছোট্ট একটা গ্রাম হয়, তাতে হিন্দু-মুসলিম-খ্রিস্টান কতজন?
এ দুনিয়ায় নানা ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। জনসংখ্যার বিচারে হিন্দুধর্ম দুনিয়ার সবচেয়ে বৃহত্তম। তারপরই মুসলিম, হিন্দু। দুনিয়া জুড়ে জনসংখ্যার অনুপাতে ধর্মীয় বিচারে দেখলে দুনিয়াটা যদি ১০০ জনের একটা গ্রাম হত।
পার্থ প্রতিম চন্দ্র: এ দুনিয়ায় নানা ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। জনসংখ্যার বিচারে হিন্দুধর্ম দুনিয়ার সবচেয়ে বৃহত্তম। তারপরই মুসলিম, হিন্দু। দুনিয়া জুড়ে জনসংখ্যার অনুপাতে ধর্মীয় বিচারে দেখলে দুনিয়াটা যদি ১০০ জনের একটা গ্রাম হত।
তাহলে সেই ১০০ জনের গ্রামে ৩১ জন খ্রিস্টান থাকবেন। দুনিয়ার জনসংখ্যাকে ধর্মের ভিত্তিতে সম অনুপাতে ভাগ করা সেই গ্রামে ২৩ জন হবেন মুসলিম। ১৫ জন হিন্দুকে দেখা যাবে এই গ্রামে। সেই গ্রামে ৭ জন বৌদ্ধধর্মাবলম্বি মানুষ থাকবেন। গ্রামের বাকি ২৪ জন মানুষ শিখ, জৈন সহ অন্য ধর্মের হবেন। কিন্তু ২০৫০ সালের পর এই হিসেবটা উল্টে যেতে পারে।
১০০ জনের গ্রামে কোন ধর্মের কত জন
খ্রিস্টান-৩১ জন।। ইসলাম-২৩ জন।। হিন্দু-১৫ জন।। বৌদ্ধ-৭ জন।। অন্যান্য-২৪ জন।।
(অসাধারণ জ্ঞান বইটি থেকে নেওয়া হয়েছে। বইটির লেখক স্বরূপ দত্ত, পার্থ প্রতিম চন্দ্র)