আমানতকারীদের 'আচ্ছে দিন', দীপাবলির মুখে সুদের হার বাড়াল ব্যাঙ্ক

ব্যাঙ্কের প্রকাশিত নথি অনুসারে ১ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এখন নিম্নলিখিত তালিকা অনুসারে সুদ পাবেন গ্রাহকরা। 

Updated By: Nov 6, 2018, 02:02 PM IST
আমানতকারীদের 'আচ্ছে দিন', দীপাবলির মুখে সুদের হার বাড়াল ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক। মঙ্গলবার কালী পুজোর দিন এক বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এদিন থেকেই লাগু হবে নতুন হার। এক কোটি টাকার কম ও বেশি দুই ক্ষেত্রেই বেড়েছে সুদের হার। বিভিন্ন রাশির আমানতের ক্ষেত্রে ০.০৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ বেড়েছে সুদ। 

সোপিয়ানে হিজ়বুলে যোগ দেওয়া এক জওয়ান-সহ ২ জঙ্গিকে নিকেষ করল সেনা

ব্যাঙ্কের প্রকাশিত নথি অনুসারে ১ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এখন নিম্নলিখিত তালিকা অনুসারে সুদ পাবেন গ্রাহকরা। 

৭ - ১৪ দিন - ৩.৫ শতাংশ
১৫ - ২৯ দিন - ৪.২৫ শতাংশ
৩০ - ৪৫ দিন - ৫.৭৫ শতাংশ
৪৬ - ৯০ দিন - ৬.২৫ শতাংশ
৯১ দিন - ৯ মাস - ৬.৭৫ শতাংশ
৯ মাস ১ দিন - <১ বছর - ৭.১০ শতাংশ
১ বছর - ২ বছর - ৭.৩০ শতাংশ
২ বছর ১ দিন - ৩ বছর - ৭.৪০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছর - ৭.২৫ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর - ৬.৫০ শতাংশ

সমস্ত ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন। 

  

.