নুক্লায় বাড়িতে বন্দুক বাধ্যতামূলক

Updated By: Jul 17, 2017, 04:56 PM IST
নুক্লায় বাড়িতে বন্দুক বাধ্যতামূলক

ওয়েব ডেস্ক: আপনার বাড়িতে কি বন্দুক রয়েছে? জানি যে নেই, তবু এমন বেআক্কেলে প্রশ্ন করার একটা কারণ রয়েছে। আসলে আমাদের দেশে তো গৃহস্থের বাড়িতে বন্দুক না থাকাটাই স্বাভাবিক। দেশের আইনও তা অনুমোদন করে না। নিতান্তই যদি কারও বিশেষ প্রয়োজন থাকে, সেক্ষেত্রে অনেক কাঠখড় পুড়িয়ে পেতে হয় লাইসেন্স। যদিও, দুষ্কৃতিদের বন্দুক হাতে পেতে অসুবিধে হয় না মোটেই, খবরের ওয়েবসাইটে চোখ বোলালেই সেখবর চোখে পড়ে, কিন্তু সেটা তো অপরাধ। তবে এমন এক জায়গা রয়েছে যেখানে বাড়িতে বন্দুক না রাখাটাই অপরাধ। কি অবাক হচ্ছেন তো! তাহলে জানুন, সেই জায়গা আসলে কলোরাডোর এক শহর, নাম- 'নুক্লা'।

২০১৩ সালে নুক্লা শহরে অর্ডিন্যান্স জারি করে বলা হয়, প্রত্যেক বাড়িতে বন্দুক রাখা বাধ্যতামূলক। নুক্লা টাউন বোর্ডের এই অর্ডিন্যান্স ৫-১ ভোটে পাস হয়ে যায়। অর্ডিন্যান্সে বলা হয় সাধারণ নিরাপত্তা এবং আপদকালীন অবস্থার মোকাবিলা করার জন্য বাড়িতে বন্দুক থাকা আবশ্যক। প্রসঙ্গত, ১৯৮২ সালে জর্জিয়ার কেনিস আইনসভায় পাস হওয়া একটি আইন দ্বারা অনুপ্রাণিত হয়েই নুক্লা শহর প্রশাসনের এমন সিদ্ধান্ত।

.