গুগলে আজ কিশোর স্পেশাল

Updated By: Aug 4, 2014, 10:07 AM IST
গুগলে আজ কিশোর স্পেশাল

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ওয়েব ডেস্ক: সোমবার সকালে ঘুম থেকে উঠে নেট চালু করতেই চোখে পড়ল তাঁর ছবি। গুগল খুলেই দেখা গেল কিংদবন্তি কিশোর কুমারকে। কিশোর কুমারের ৮৫ তম জন্মদিনে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। গুগল ইন্ডিয়ার সার্চ ইঞ্জিনে ডুডলের মাধ্যমে স্মরণ করা হল।

গানের পাশাপাশি অভিনয়, গান লেখা, সুর দেওয়া, ছবি প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য লেখা সবই দক্ষতার সঙ্গে পালন করেছিলেন তিনি। কিশোর কুমারের সেই বহুমুখি প্রতিভাকে ডুডলের চার কোণায় ছোট ছোট চারটে আইকনের মাধ্যমে সেলাম জানিয়েছে গুগল।

বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ যেই লোগো তৈরি করে থাকে, তাকেই গুগল ডুডল বলা হয়।

.