এবার ছোটদের জন্যও হাজির জি মেল, ইউটিউব

গুগল শিশুদের জন্য আনতে চলেছে বিশেষ জিমেল ও ইউটিউব প্রোফাইল। সাধারণত ১৩ বছরের নিচে গুগল অ্যাকাউন্ট করা যায় না। গুগল জানিয়েছে, বয়সের সীমাবদ্ধ থাকায় বেশি জাল অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। ফলে অপরাধের সংখ্যাও বাড়ছে।

Updated By: Aug 20, 2014, 12:32 PM IST
এবার ছোটদের জন্যও হাজির জি মেল, ইউটিউব

ওয়েব ডেস্ক: গুগল শিশুদের জন্য আনতে চলেছে বিশেষ জিমেল ও ইউটিউব প্রোফাইল। সাধারণত ১৩ বছরের নিচে গুগল অ্যাকাউন্ট করা যায় না। গুগল জানিয়েছে, বয়সের সীমাবদ্ধ থাকায় বেশি জাল অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। ফলে অপরাধের সংখ্যাও বাড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী, ১৩ বছরের নিচে তথ্য সংগ্রহের উপর বিশেষ আইনী বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে শিশুর পিতামাতার তথ্য দিতে হবে গুগলে অ্যাকাউন্ট খোলার জন্য।

শিশুদের জন্য জিমেল অ্যাকাউন্ট আসার পর খুব শীঘ্রই তাদের জন্য ইউটিউব অ্যাকাউন্ট প্রকাশ করবে গুগল।

.