ফ্রস্টি কফি পাই
গরমে ক্লান্তি কাটাতে খুব ভাল কোল্ড কফি। কোল্ড ড্রিঙ্ক বা শরবতে স্বস্তি মিললেও কোল্ড কফি এনার্জিও দেয়। তার সঙ্গেই চকোলেট, পুডিং আর আইসক্রিম মেশালে হয়ে যেতে পারে দারুণ ডেজার্ট। গরমে অতিথি আপ্যায়নে এর কোনও তুলনা নেই।
গরমে ক্লান্তি কাটাতে খুব ভাল কোল্ড কফি। কোল্ড ড্রিঙ্ক বা শরবতে স্বস্তি মিললেও কোল্ড কফি এনার্জিও দেয়। তার সঙ্গেই চকোলেট, পুডিং আর আইসক্রিম মেশালে হয়ে যেতে পারে দারুণ ডেজার্ট। গরমে অতিথি আপ্যায়নে এর কোনও তুলনা নেই।
কী কী লাগবে
হট ফাজ আইসক্রিম টপিং-১/৪ কাপ
চকোলেট ক্রাম্ব ক্রাস্ট-১টা (৯ ইঞ্চি)
কফি আইসক্রিম-৩ কাপ
ইন্সট্যান্ট চকোলেট পুডিং মিক্স-১ প্যাকেট
ঠান্ডা কড়া কফি-১/২ কাপ
ঠান্ডা দুধ-১/৪ কাপ
হুইপড ক্রিম টপিং-১-৩/৪
মার্শমেলো ক্রিম-১ কাপ
চকোলেট চিপস-১/৪ কাপ
কীভাবে বানাবেন
ব্রেড ক্রাস্টের ওপর আইসক্রিম টপিং সাজিয়ে দিন। একটা বড় বাটিতে আইসক্রিম, ড্রাই পুডিং মিক্স, কফি আর দুধ একসঙ্গে মিশিয়ে নিন ক্রাস্টের ওপর ছড়িয়ে দিন। অন্য একটা বাটিতে হুইপড ক্রিম আর মার্শমেলো ক্রিম মিশিয়ে ওপরে সাজিয়ে দিন। সব শেষে চকোলেট চিপস সাজিয়ে ফ্রিজে রেখে জমাট বাঁধিয়ে নিন।