গাছ বিলি বন-মহোত্সবে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ

Updated By: Jul 17, 2015, 07:32 PM IST
গাছ বিলি বন-মহোত্সবে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ

মহাসমারোহে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। চলছে গাছ বিলি-বন মহোত্সব। আর এসবের মাধেই একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে শহরের সবুজ।  অভিযোগ, সৌন্দর্যায়নের বলি হচ্ছে শহরের গাছ। কার্ড
সৌন্দার্যায়নের কোপে সবুজ সাজছে শহর।  পথের ধারে বসছে  আলো। ফুটপাথ ঢেকে যাচ্ছে  বাহারি পেভার ব্লকে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা।

পুরসভার হিসাব বলছে গত মে মাস থেকে মূল শহরেই উপড়ে পড়েছে ১৩৭টি গাছ। পুরসভার দাবি বয়সের ভারেই উপরে গিয়েছে অধিংকাংশ গাছ। তবে পুরসভার এই যুক্তি মানছেন না পরিবেশবিদরা। বিশেষজ্ঞদের

মতে, গাছের গোড়ায় পাঁচ ফুট বাই পাঁচ ফুট এলাকা ছেড়ে তবে ফুটপাথ কংক্রিট করা যাবে। পাঁচিল দিয়ে ঘিরে ফেলতে হবে গাছের গোড়া। এক থেকে দু ফুট মাটি দিয়ে উঁচু করে দিতে হবে গাছের গোড়া। নিয়মিত

পরিচর্যাও করতে হবে। রাস্তার কাজের পর পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে গাছের গোড়া।

অভিযোগ এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে কংক্রিট বাঁধিয়ে ফেলার কাজ। ফলে ক্ষতি হচ্ছে গাছের। এর পাশাপাশি রয়েছে গাছের গোড়ায় ময়লা ফেলার সমস্যা। পুরসভা বলছে লাগানো হচ্ছে প্রচুর গাছ।  

কিন্তু তাতে আদৌ কি ক্ষতিপূরণ হচ্ছে? প্রশ্ন উঠছে কবে হুশ ফিরবে প্রশাসনে? কবে সবুজ বাঁচাতে উদ্যোগী হবে মানুষ ।

 

.