Flying ধোসা! অদ্ভুতভাবে খাবার পরিবেশনে দোকানে উপচে পড়ছে ভিড়

 শ্রী বালাজি ধোসার দোকান। যেখানে থালা পাতলেই উড়ে আসে ধোসা।

Updated By: Feb 18, 2021, 12:25 PM IST
Flying ধোসা! অদ্ভুতভাবে খাবার পরিবেশনে দোকানে উপচে পড়ছে ভিড়

নিজস্ব প্রতিবেদন: উড়ে উড়ে আসছে ধোসা! খাবারের স্বাদকে ব্যক স্টেজে রেখে, Flying ধোসা দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এমন অদ্ভুতভাবে ধোসা পরিবেশনের ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

রাস্তার ধারে ছাদ হীন দোকানে এখন খাদ্যরসিকদের ঢল। কারণ থালা আপনাকে সঠিকভাবে ধরতে হবে। আর তা না পারলেই ব্যাস্..। কিন্তু এই লুপে নেওয়ার চ্যালেঞ্জ নিতে বেশ আগ্রহী একাংশ। 

মুম্বইতে গিয়ে যদি সাউথ ইন্ডিয়ান খাওয়ার খেতে মন করে তাহলে সোজা চলে যাবেন দক্ষিণ মুম্বইয়ের মঙ্গলদাস মার্কেটে।  সেখানেই রয়েছে শ্রী বালাজি ধোসার দোকান। যেখানে থালা পাতলেই উড়ে আসে ধোসা। 

দেখুন ভিডিওতে..

 

ফেসবুকে ধোসার এই ভিডিও শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়েছে,  "Serving Dosa LIKE A BOSS," এর পর ৮০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ভিডিওটি। 

Tags:
.