নোকিয়ার নাম ছেঁটে আত্মপ্রকাশ করল মাইক্রোসফটের প্রথম স্মার্টফোন লুমিয়া 535

নোকিয়ার নাম ছেঁটে অফিসিয়ালি নিজেদের প্রথম স্মার্টফোন নিয়ে এল মাইক্রোসফট। লুমিয়া 535 নামের এই স্মার্টফোন পাওয়া যাবে সিঙ্গল সিম ও ডুয়াল সিম ভ্যারাইটিতে। নভেম্বর মাসেই চিন, বাংলাদেশ ও হংকং-এর বাজারে মিলবে এই স্মার্টফোন। ভারতীয় মুদ্রায় এর আনুমানিক দাম ৮,৪০০ টাকা মত। তবে ভারতের বাজারে কবে থেকে এই স্মার্টফোন পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

Updated By: Nov 11, 2014, 12:01 PM IST
নোকিয়ার নাম ছেঁটে আত্মপ্রকাশ করল মাইক্রোসফটের প্রথম স্মার্টফোন লুমিয়া 535

ওয়েব ডেস্ক: নোকিয়ার নাম ছেঁটে অফিসিয়ালি নিজেদের প্রথম স্মার্টফোন নিয়ে এল মাইক্রোসফট। লুমিয়া 535 নামের এই স্মার্টফোন পাওয়া যাবে সিঙ্গল সিম ও ডুয়াল সিম ভ্যারাইটিতে। নভেম্বর মাসেই চিন, বাংলাদেশ ও হংকং-এর বাজারে মিলবে এই স্মার্টফোন। ভারতীয় মুদ্রায় এর আনুমানিক দাম ৮,৪০০ টাকা মত। তবে ভারতের বাজারে কবে থেকে এই স্মার্টফোন পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

লুমিয়া 535 এমনিতে দেখতে লুমিয়া 530-এর মতই। রংবেরঙয়ের ব্যাককভারের এই ফোনে আর লেখা থাকবে না নোকিয়ার নাম।

এই ফোনে আরও ভাল সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্কাইপে কলিংকেও যা অন্য মাত্রা দেবে। কম আলোয় ভাল ছবি তোলার জন্য থাকছে এলইডি ফ্ল্যাশ। চুটিয়ে গেম খেলার জন্য এই স্মার্টফোনে আছে ১ জিবি র‍্যাম।

লুমিয়া ৫৩৫-এর ফিচারস:

5-inch qHD (960x540p, 220ppi) IPS LCD display

1.2GHz Qualcomm Snapdragon 200 quad-core processor

8GB internal storage

1GB RAM

supports microSD card slots of up to 128GB for expansion

1905mAh battery

 

.