Durga Puja 2022: মাছের তেলে মাছ ভাজা || ছোটগল্প ||

অরুণাভ বীর

Updated By: Sep 29, 2022, 08:50 PM IST
Durga Puja 2022:  মাছের তেলে মাছ ভাজা || ছোটগল্প ||

মাছের তেলে মাছ ভাজা 

অরুণাভ বীর
 
- শ্রীকান্তবাবু বাড়িতে আছেন নাকি?
সদর দরজাটা খুলতেই দেখা গেলো হাতে বিয়ের কার্ড নিয়ে রঞ্জিত বাবু এসেছেন।
- আমার মেয়ের বিয়ে। সবাই যাবেন কিন্তু।
এ কথাগুলো এক নিঃশ্বাসে বলেই রঞ্জিত বাবু হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। যাক অবশেষে উনার মেয়ের বিয়ে হচ্ছে। অনেক দিন ধরেই ভালো ছেলে খুঁজছিলেন। কিছুতেই পছন্দ আর হচ্ছিলো না। একথা নিজের মনে আওড়াতে আওড়াতে শ্রীকান্তবাবু বিয়ের কার্ডটা খুলে পড়তে লাগলেন। 
" দয়া করে খাতা ব্যতীত অন্য কোনো উপহার সঙ্গে আনিবেন না।" কার্ডের শেষের দিকে লাল অক্ষরের লেখাটি দেখে চমকে উঠলেন। ভাবতে লাগলেন যে কি ব্যাপার উনার তো স্কুল নেই। তাহলে খাতা দিয়ে করবেন কী! যাহোক বিয়ের দিন শ্রীকান্তবাবু হাফ ডজন রুলটানা আর হাফ ডজন সাদা খাতা নিয়ে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে এসেছেন। তিনদিন পর বিকেলে চুপচাপ ঘরে বসে আছেন শ্রীকান্তবাবু।ছোট ছেলের চিৎকারে সম্বিত ফিরে পেয়ে শুনতে পেলেন ছেলে বলে চলেছে,
- ঐদিন যে কাকুর বিয়েতে...
- ধুৎ পাগলা কাকুর বিয়ে নয়। কাকুর মেয়ের বিয়ে।
ভুল শুধরে দিয়ে শ্রীকান্তবাবু জানতে চাইলেন,
-তারপর কী হলো বল?
- ঐ কাকু আমাদের সবাইকে আজকে একটা করে রুলটানা আর একটা করে সাদা খাতা দিয়েছেন।
- এবার বুঝলাম যে বিয়ে বাড়ীতে কেনো খাতা চেয়েছিলেন।
আর মনে মনে ভাবলাম যে এভাবেও পয়সা না খরচ করেও নাম কেনা যায়।

 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.