নিয়োগের নোটিশ বিএসএনএল-এ, জানুন শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই, ২০২২। জানানো হয়েছে প্রার্থীদেরকে তাদের স্নাতক কোর্স এবং ডিপ্লোমা কোর্সে প্রাপ্ত নম্বরের চূড়ান্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। যে প্রার্থীদের নাম তালিকাভুক্ত হবে, তাদের নথি যাচাই করা এবং কাজে যোগদানের কথা নিবন্ধিত ই-মেইল আইডিতে  জানানো হবে।

Updated By: Jul 7, 2022, 12:22 PM IST
নিয়োগের নোটিশ বিএসএনএল-এ, জানুন শেষ তারিখ
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) ভোপাল সার্কেল ৫৫ জন স্নাতক এবং ডিপ্লোমা শিক্ষানবিশের জন্য আবেদন জানানোর কথা জানিয়েছে। শিক্ষানবিশ আইন ১৯৬১ এর অধীনে এই আবেদন জানানোর কথা বলা হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ২৩ জুলাই, ২০২২। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট mhrdnats.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।

মোট ৫৫টি পদের জন্য আবেদন জানানোর কথা বলা হয়েছে। স্নাতক শিক্ষানবিশ এবং ডিপ্লোমা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। ডিপ্লোমা শিক্ষানবিশদের মাসে ৮০০০ টাকা এবং স্নাতক শিক্ষানবিশদেরকে মাসে ৯০০০ টাকা দেওয়া হবে। 

প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট (টেকনিক্যাল-নন-টেকনিক্যাল) অথবা এআইসিটিই বা জিওআই দ্বারা স্বীকৃত ইঞ্জিনিয়ারিং অথবা প্রযুক্তি ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স পাস করতে হবে। এছারাওপ প্রার্থীদের বয়স ২৫ এর মধ্যে হতে হবে বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন: আপনি ভালো ড্রাইভার? গাড়ি বিমায় লাগবে কম প্রিমিয়াম!

আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই, ২০২২। জানানো হয়েছে প্রার্থীদেরকে তাদের স্নাতক কোর্স এবং ডিপ্লোমা কোর্সে প্রাপ্ত নম্বরের চূড়ান্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। যে প্রার্থীদের নাম তালিকাভুক্ত হবে, তাদের নথি যাচাই করা এবং কাজে যোগদানের কথা নিবন্ধিত ই-মেইল আইডিতে  জানানো হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.