হাত ছাড়াই মা-ছেলের দুনিয়া জয়!

আজকের সকালটা শুরু করুন এই ভিডিওটি দেখে। প্রেরণা পাবেন, সারাদিনের শুধু নয়, গোটা জীবনের। কত প্রতিবন্ধকতা নিয়েও মানুষ কত অবলীলায় সব কঠিনকে সহজ করে নিচ্ছে। তাহলে আমি, আপনি পারব না কেন!

Updated By: Jan 29, 2016, 09:09 AM IST
হাত ছাড়াই মা-ছেলের দুনিয়া জয়!

ওয়েব ডেস্ক: আজকের সকালটা শুরু করুন এই ভিডিওটি দেখে। প্রেরণা পাবেন, সারাদিনের শুধু নয়, গোটা জীবনের। কত প্রতিবন্ধকতা নিয়েও মানুষ কত অবলীলায় সব কঠিনকে সহজ করে নিচ্ছে। তাহলে আমি, আপনি পারব না কেন!
এ এক মা আর তাঁর ছেলের গল্প। না, জন্ম থেকেই হাত নেই দুজনেরই। যেমন মা, তেমনই ছেলের। কিন্তু তাঁদের হাত যে নেই, এটা শুধু সমাজই বোঝে বা অনুভব করে। ওই মানুষ দুটো, এই হাত না থাকাটা বোধহয় নিজেরাই ভুলে গিয়েছেন। কারণ, এ পৃথিবীর অনেক মানুষ হাত থেকেও যা করতে পারে না, এই হাত ছাড়া মা-ছেলে দিব্যি করতে পারে। সাঁতার কাটা থেকে দাঁত মাজা কিংবা রান্না করা। খেলনা প্লেন ওড়ানো থেকে খেলা। সবই দুজনে করতে পারে অবলীলায়। সত্যি প্রতিবন্ধকতা মানুষকে কত এগিয়েও দেয়!

 

.