আপনি মরণোত্তর দেহদান করতে ইচ্ছুক? নিন ঠিকানা আর ফোন নম্বর

আপনি মরণোত্তর দেহদানের কথা তো শুনেছেন। সেটা কি করতেও চান? হয়তো চান। কিন্তু আপনি জানেন না, কাজটা কীভাবে করতে হয়। কোথায় আপনাকে যেতে হবে। কাকেই বা কী বলতে হবে। কে বলতে পারে, আপনার এই অঙ্গীকারের জন্য হয়তো আগামীতে আমাদের শহরের, রাজ্যের কিংবা দেশের চিকিত্‍সাশাস্ত্রের অনেক উন্নতি হবে।

Updated By: Feb 16, 2016, 03:53 PM IST
 আপনি মরণোত্তর দেহদান করতে ইচ্ছুক? নিন ঠিকানা আর ফোন নম্বর

ওয়েব ডেস্ক: আপনি মরণোত্তর দেহদানের কথা তো শুনেছেন। সেটা কি করতেও চান? হয়তো চান। কিন্তু আপনি জানেন না, কাজটা কীভাবে করতে হয়। কোথায় আপনাকে যেতে হবে। কাকেই বা কী বলতে হবে। কে বলতে পারে, আপনার এই অঙ্গীকারের জন্য হয়তো আগামীতে আমাদের শহরের, রাজ্যের কিংবা দেশের চিকিত্‍সাশাস্ত্রের অনেক উন্নতি হবে।

আপনার ইচ্ছে আছে দেহদান করার। কিন্তু জানা নেই বলে, কাজটা করে উঠতে পারেছন না। তাই আপনার সুবিধার জন্য দিয়ে দেওয়া হল মরণোত্তর দেহদানের জন্য কিছু প্রয়োজনীয় ঠিকানা এবং ফোন নম্বর।

১) ভারতের মানবতাবাদী সমিতি - ২৬ শুঁড়িবাগান লেন। বাগবাজার, চন্দননগর, হুগলি। ফোন - ২৬৮৩৪৩৫৭

২) উদয়ের পথে - হেঁদুয়া, ফোন - ৯৮৩০১৭৩৮১৪

৩) পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ - হেমন্ত বসু ভবন, ফোর্থ ফ্লোর, ফোন - ২২২০০০৫০

 

Tags:
.