বার্মিংহামে বঙ্গমেলা
বার্মিংহামে বঙ্গমেলার জমজমাট আসর। মেলায় রঙবেরঙের শাড়ির পসরা নিয়ে হাজির খাদি। অন্যান্য স্টল ছেড়ে খাদির স্টলেই বেশি ভিড় জমাচ্ছেন প্রবাসী বঙ্গললনারা। দেখে কে বলবে রঙ বেরঙের এই শাড়ির হাট বসেছে খাস মার্কিন মুলুকে।
ওয়েব ডেস্ক: বার্মিংহামে বঙ্গমেলার জমজমাট আসর। মেলায় রঙবেরঙের শাড়ির পসরা নিয়ে হাজির খাদি। অন্যান্য স্টল ছেড়ে খাদির স্টলেই বেশি ভিড় জমাচ্ছেন প্রবাসী বঙ্গললনারা। দেখে কে বলবে রঙ বেরঙের এই শাড়ির হাট বসেছে খাস মার্কিন মুলুকে।
শুক্রবার থেকে শুরু হয়েছে আমেরিকার বার্মিংহামে বঙ্গমেলা। সফরসঙ্গী চব্বিশ ঘণ্টা। বঙ্গমেলায় হাজির খাদি। সেখানে দেখা গেল বাংলা ব্যান্ডের চেনামুখ সুরজিতকে।
বাঙালি সংস্কৃতির পরতে পরতে জড়িয়ে আছে শাড়ির চিরন্তন আবেদন। অন্যান্য স্টলের থেকে তাই খাদিতেই উপচে পড়া ভিড় প্রবাসী বাঙালিদের।
আমেরিকায় বাংলা সিনেমার আন্তর্জাতিক পুরস্কার মঞ্চ
ঢাকাই, ধনেখালি,বেগমপুরি,টাঙ্গাইলের রঙে রঙিন বার্মিংহাম। পুজোর শাড়ি এখন থেকেই কিনে রাখতে চাইছেন বঙ্গ ললনারা