জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নক্ষত্রমণ্ডলীতে ১৩ তম নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য এই মাসটি অত্যন্ত সৌভাগ্যের হতে চলেছে। এই নক্ষত্রর প্রভাব থাকে হাতেই। আমরা যদি হাতের দিকে তাকাই সেখানে যেমন অভয় মুদ্রা রয়েছে, তেমন রাজার মতো সৌভাগ্যের চিহ্নও রয়েছে। এই হাত দিয়ে মুষ্টিও তৈরি হয় এবং বন্ধ মুষ্টিও গোপনীয়তা ও লাভের কথা বলে। এই নক্ষত্র হাস্যরস, কটাক্ষ এবং কৌতুকপ্রিয় মানুষদের সঙ্গে মূলত জড়িত। এই নক্ষত্রের দেবতা সবিতা। সবিতাকে বলা হয় সূর্যের প্রথম রশ্মি যা স্বাস্থ্যকর, ফলদায়ক। এর তাপ স্বাস্থ্যের জন্য উপকারী। এই নক্ষত্র কন্যা রাশির জাতক জাতিকাদের হতে পারে। 

আরও পড়ুন, World Food Safety Day: কীভাবে টাটকা-তাজা রাখবেন খাবার? রইল কয়েকটি টিপস...

কেমন চরিত্রের হয়? 

এই নক্ষত্রের লোকেরা প্রযুক্তিগতভাবে খুব প্রতিভাবান। তাদের মধ্যে অনেক যান্ত্রিক শিল্প আছে। এই ধরনের মানুষদের খেলাধুলার প্রতিও ভালো আগ্রহ থাকে। শৈশব থেকেই যদি এই দিকে প্রচেষ্টা চালানো হয় তবে তারাও ভাল খেলোয়াড় হতে পারে। এই নক্ষত্রের মানুষরা স্বভাবে খুব মজার হয়। তারা এমনকি একটি অস্বস্তিকর বা দুঃখজনক পরিবেশকে উত্সাহিত করার ক্ষমতা রাখে। তারা কঠিন কাজগুলোকে খুব আনন্দ, কৌতুক ও নতুন উপায়ে সহজ করে শেষ পর্যন্ত নিয়ে যায়। এই মানুষগুলো অলস বসে থাকতে একদম পছন্দ করেন না।

এই ধরনের লোকেরা তাদের সময়ের সদ্ব্যবহার করে। এই লোকেরা তাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বিশ্রাম নেয় না। তার হাস্যকর স্বভাব দেখে মনে হতে পারে যে তিনি লক্ষ্যে মনোযোগী নন, তবে তা নয়। তিনি সর্বদা তার লক্ষ্যে মনোনিবেশ করেন। হস্ত নক্ষত্রযুক্ত ব্যক্তি যদি প্রকৌশলী হন, তবে তিনি মেরামত করতে পারদর্শী হতে পারেন। খারাপ জিনিস ঠিক করার অনন্য প্রতিভা আছে তার। এই ধরনের ব্যক্তিরা মজা করে তাদের সামনে থাকা ব্যক্তির কাছ থেকে গোপন গোপনীয়তা বের করতে পারদর্শী।

আরও পড়ুন, Budh Gochar: একদিন পরেই বুধের গোচর! সৌভাগ্যের স্রোতে ভেসে যাবেন যে-যে রাশির জাতক-জাতিকা...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
astro tips in this nakshatra zodiac signs get lucky month of june
News Source: 
Home Title: 

অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতকদের, স্বপ্ন-উন্নতি সবই এবার হাতের মুঠোয় 

Nakshatra: অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতকদের, স্বপ্ন-উন্নতি সবই এবার হাতের মুঠোয়
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No