কি খেলে ছেড়ে যাবে 'সেলফি ভূত'?

ওয়েব ডেস্ক: সেলফি যেমন আছে, আছে 'সেলফি ভূত'ও। সারাদিন ফোন নিয়ে সেলফি তোলার 'ভূত' যাদের ঘাড়ে রয়েছে, তাঁদের জন্য তৈরি হল অ্যান্টি সেলফি পিল। একটা খেলেই হাওয়া হয়ে যাবে 'সেলফি ভূত'।

সারাক্ষণ সেলফি প্রবণতা নাকি এক ধরনের রোগ, যাকে বলা হয় 'আত্মরতি' কিংবা 'তীব্র থাম্ব স্ট্রেন'। এই প্রবণতাকে কাটিয়ে তুলতে আবিষ্কার করা হয়েছে অ্যান্টি সেলফি পিল। এই পিল খাওয়ায়ার পর ধীরে ধীরে কমে আসবে 'আত্মরতি দোষ'। পকেট থেকে ফোন বার করেই নিজের দিকে ক্যামেরা তাক করার ইচ্ছেও আর থাকবে না। ভারতীয় মুদ্রায় এই পিলের মূল্য ৭০০ টাকা।

 

English Title: 
Anti selfie pill
News Source: 
Home Title: 

কি খেলে ছেড়ে যাবে 'সেলফি ভূত'?

কি খেলে ছেড়ে যাবে 'সেলফি ভূত'?
Yes
Is Blog?: 
No