আন্টার্টিকায় বরফ গলায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি হ্রাস পাচ্ছে

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমছে। ভাবছেন, অসম্ভব ব্যাপার! ভাবতেই পারেন। কিন্তু এটাই বাস্তব। আপনার প্রিয়জনের প্রতি আকর্ষণ দিনের দিন বাড়তে থাকলেও আপনার প্রতি পৃথিবীর আকর্ষণ সমানুপাতিক কমছে।

Updated By: Oct 13, 2014, 03:05 PM IST
আন্টার্টিকায় বরফ গলায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি হ্রাস পাচ্ছে

ওয়েব ডেস্ক: পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমছে। ভাবছেন, অসম্ভব ব্যাপার! ভাবতেই পারেন। কিন্তু এটাই বাস্তব। আপনার প্রিয়জনের প্রতি আকর্ষণ দিনের দিন বাড়তে থাকলেও আপনার প্রতি পৃথিবীর আকর্ষণ সমানুপাতিক কমছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)-র জিওসিই স্যাটেলাইট থেকে দেখা গিয়েছে, কয়েক বছরে পশ্চিম আন্টার্টিকায় বরফের পরিমাণ কমেছে। তাতেই নাকি পৃথিবীতে অল্প বিস্তর মাধ্যাকর্ষণ শক্তি হারিয়েছে, এমনই দাবি করছেন এএসএ-র বিজ্ঞানীরা। ২০০৯, নভেম্বর থেকে ২০১২ জুন পর্যন্ত জিওসিই গবেষণা করেছে আন্টর্টিকার উপর। প্রতিবছর ১২৫ কিউবিক কিলোমিটার বরফ কমতে থাকে আন্টার্টিকায়।

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পরিমাণ নির্ভর করে জায়গাবিশেষে। পার্বত্য এলাকার থেকে সমুদ্রবর্তী এলাকার মাধ্যাকর্ষণ শক্তি আলাদা। তেমনিই তারতম্য ঘটে পৃথিবী কক্ষপথে ঘোরার উপর। পৃথিবীতে বরফের পরিমাণ কমাও একটা বড় কারণ হয়েছে মাধ্যাকর্ষণ শক্তি হ্রাসে।

.