ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই? লিঙ্ক করুন এই পদ্ধতিতে

জেনে নিন লিঙ্ক করার পদ্ধতি...

Updated By: Oct 6, 2019, 07:42 PM IST
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই? লিঙ্ক করুন এই পদ্ধতিতে
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: আপনার ভোটার কার্ডে কোনও রকম সংশোধনের প্রয়োজন হলে প্রথমেই যেটা প্রয়োজন তা হল, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে যে কোনও সময় প্রয়োজন মতো ভোটার কার্ডের কোনও তথ্য সংশোধন করে নেওয়া যাবে বাড়ি বসেই। তাই জেনে নিন কী ভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে...

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি:

১) প্রথমে ‘ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টাল’-এর ওয়েবসাইটে ‘লগ-ইন’ করতে হবে। এর জন্য ক্লিক করুন https://www.nvsp.in/ -এই লিঙ্কে।

২) এ বার ‘লগ-ইন’ করার পর নতুন ব্যবহারকারীরা ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার’ অপশনে ক্লিক করুন।

৩) এখানে ‘মোবাইল নম্বর’ সেকশনে নিজের বৈধ মোবাইল নম্বরটি এন্টার করুন।

৪) এ বার দেখে দেখে ‘ক্যাপচা কোড’টি টাইপ নির্ভুল ভাবে টাইপ করুন।

৫) তার পর ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করুন। এর পরই মোবাইলে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে যা দিয়ে পরবর্তী কাজগুলি করতে হবে।

আরও পড়ুন: আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাবেন কী ভাবে? জেনে নিন পদ্ধতি

৬) এ বার ‘আই হ্যাভ এপিক নম্বর’-এ ক্লিক করুন। শূন্যস্থানে নিজের ভোটার কার্ডে উল্লেখিত ‘এপিক নম্বর’টি দিতে হবে। যদি এপিক নম্বর না থাকে, সে ক্ষেত্রে ‘আই ডোন্ট হ্যাভ এপিক নম্বর’-এ ক্লিক করুন এবং নিজের নাম, পদবি দিয়ে পরবর্তী নির্দেশ অনুসরণ করুন।

৭) এ বার আপনার একটি ‘ইমেল আইডি’ দিতে হবে, সেখানে আপনার ভোটার কার্ডের ‘আপডেট’ সম্পর্কিত তথ্য আসবে।

৮) পরবর্তীকালে আপডেটের জন্য একটি ‘পাসওয়ার্ড’ তৈরি করতে হবে।

৯) নির্দিষ্ট তথ্য যথাযথ ভাবে দেওয়ার পর ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে ভোটার কার্ডের সঙ্গে।

.