7th Pay Commission: কবে মিলবে বর্ধিত হারে DA, DR? সময় স্পষ্ট করল কেন্দ্র
বকেয়া ডিএ, ডিআর কবে মিলবে?
নিজস্ব প্রতিবেদন: সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কবে চালু হবে বর্ধিত ডিএ (DA Hike)? ডিআরই (DR) বা কবে মিলবে? উত্তরের অপেক্ষায় লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা। তবে সূত্রের খবর অনুযায়ী,চলতি বছরের সেপ্টেম্বরেই ডিএ বৃদ্ধি ও বর্ধিত হারে ডিআর চালু করার প্রক্রিয়া শুরু করবে কেন্দ্র।
National Council of JCM এর সঙ্গে সম্প্রতি বৈঠক হয় অর্থমন্ত্রক ও কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের। কাউন্সিলের সেক্রেটারি শিব গোপাল মিশ্র জানান, গত ২৬ জুন বৈঠক অনুযায়ী সপ্তম বেতন কমিশনের আওতায় বর্ধিত হারে ডিএ ও ডিআর পাবেন কর্মীরা। চলতি বছরের সেপ্টেম্বরেই প্রক্রিয়া শুরু করা হবে। যদিও কোভিড অতিমারিতে বকেয়া DA,DR পেতে আরও কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র, স্বস্তি মধ্যবিত্তের
ডিএ ও ডিআর বৃদ্ধি নিয়ে সেপ্টেম্বরে ক্যাবিনেটে খসড়া পেশ করবে অর্থমন্ত্রক (Finance Ministry)। সেখানে অনুমোদন হলেই কর্মচারীদের বেতনে বর্ধিত হারে ডিএ ও ডিআর দেওয়ার প্রক্রিয় শুরু করা হবে। যদিও এই অনুমোদনে বেশকয়েক মাস সময় লাগতে পারে।
আরও পড়ুন: নয়া নিয়ম SBI, Axis ব্যাঙ্কসহ একাধিক ব্যাঙ্কে, কী কী বদল হল জানুন