পিপিএফ-এ সঞ্চয়ের ক্ষেত্রে করা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন! আপনি জানেন তো?
১২ ডিসেম্বর ২০১৯ সালেই এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছিল। ৫টি নিয়মের মাধ্যমে পরিবর্তিত হয়েছে এই পিপিএফ স্কিম।
নিজস্ব প্রতিবেদন: পাবলিক প্রবিডেন্ট ফান্ডে আসছে নতুন কয়েকটি পরিবর্তন। সম্প্রতি যোগাযোগ মন্ত্রক এই পরিবর্তনের কথা জানিয়েছেন। পোস্ট অফিস ও অন্যান্য সঞ্চয়ের ক্ষেত্রেই পরিবর্তন আনা হচ্ছে। ১২ ডিসেম্বর ২০১৯ সালেই এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছিল। ৫টি নিয়মের মাধ্যমে পরিবর্তিত হয়েছে এই পিপিএফ স্কিম।
যদি পিপিএফ-এ আপনার ১ বছর পর কোনও টাকা ম্যাচিওর হয়ে গেলেও আরও ১৫ বছর এই অ্যাকাউন্টটি চালাতে পারেন। ফ্রম-৪ এর মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্ভব।
আগের মতোই কম টাকার মাধ্যমেই খোলা যাবে পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য ফ্রম-১ এর সাহায্য নিন। কিন্তু যদি কখনও আপনার পিপিএফ-এ টাকা দিতে দেরি হয়ে, তাহলে কোনও রকম ফাইন কাটা যাবে না।
আপনি যদি পিপিএফ-এ আর কোনও টাকা না দিয়ে সুদ পেতে চান, নতুন নিয়মে তাও সম্ভব। এর ফলে গ্রাহক বছরে একবার টাকা তুলতে পারবে।
যদি কোনও গ্রাহক কম হারে লোন নিতে চায় তাহলে সে মাসে মাসে টাকা না দিয়ে, বছরে ১ শতাংশ হারে সুদ দেবে। আর সময় মতো লোন শোধ না হয়ে বছরে ৬ শতাংশ হারে সুদ দিতে হবে।