এই চার রাশিতেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি!

Updated By: Oct 4, 2017, 12:31 PM IST
এই চার রাশিতেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি!

ব্যুরো: ভাগ্য সর্বদাই রহস্যময়। আর এই রহস্যভেদের একমাত্র চাবিকাঠি হল রাশি। এমনটাই মনে করেন অনেকে। নিজের রাশি দিয়ে মিলিয়ে নিন আপনি কতটা সৌভাগ্যের অধিকারী।

স্যাজিটেরিয়াস (ধনুরাশি): জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে স্যাজিটেরিয়াস রাশির মানব-মানবীরাই সবথেকে বেশি সৌভাগ্যের অধিকারী হন। যেহেতু এই রাশি বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত তাই এই রাশির 'লাক ফ্যাক্টর' গগনচুম্বী। 

পাইসেস (মীনরাশি): নেপচুন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত পাইসেস রাশিকেও সৌভাগ্যের অধিকারীর তালিকায় রেখেছেন বিশেষজ্ঞরা। এই রাশির মানুষ সর্বদাই আনন্দের মধ্যে থাকতে পছন্দ করেন। এনারা সাধারণত ভয়ডরহীন কর্মশক্তির অধিকারী হয়ে থাকেন। 

অবশ্যই পড়ুন- 'সেক্স-এ বুদ্ধি বাড়ে', প্রমাণ করল ব্রিটিশ গবেষণা

টরাস (বৃষরাশি): কর্মক্ষেত্রে টরাস অর্থাৎ মেষরাশির মানুষের ভাগ্যের কোনও তুলনাই হয় না। অফিসে এই রাশির মানুষের সঙ্গে বন্ধুত্ব নানা ক্ষেত্রেই উপকারে আসে। 

ক্যানসার (কর্কটরাশি): বিশেষজ্ঞদের মতে এই রাশির মানুষ সব সময়ই উষ্ণ সম্পর্কে বিশ্বাস করেন। এদের মধ্যে নাকি সর্বদাই একটা 'লাকি চার্ম' কাজ করে। 

.