হাজার সিসির রয়্যাল এনফিল্ড, দাম ৫ লাখ
ওয়েব ডেস্ক: রাস্তাকে শাসন করতে খুব শীঘ্রই আসছে কারবেরি মোটরসাইকেলসের 'সুপার ক্লাসিক মডেল'। আসছে ১০০০ সিসির রয়্যাল এনফিল্ড। ভারতীয় বাজারে এই দু'চাকার যানের দাম হতে পারে ৫ লাখের কাছাকাছি। যদিও 'ফিনান্সিয়াল এক্সপ্রেস' পত্রিকার প্রতিবেদন দাবি করছে এই ১০০০ সিসির রয়্যাল এনফিল্ডের দাম হতে পারে ৪ লাখ ৭৬ হাজার টাকা। ডবল ইঞ্জিনের সঙ্গে ১০০০ সিসির রয়্যাল এনফিল্ডে থাকছে কার্বুরেটর ফুয়েল সিসটেম যা ৫২.২ এইচপি পাওয়ার উৎপাদন করতে সক্ষম। অস্ট্রেলিয়ার পল কারবেরি প্রতিষ্ঠিত কারবেরি মোটরসাইকেলস মনে করছে এই ইঞ্জিনই ভারতীয় বাজারে এই গাড়ির চাহিদাকে গগণচুম্বী করবে।
বর্তমানে ছত্তিশগড়ের ভিলাইতে ১০০০ সিসির রয়্যাল এনফিল্ডের কাজ চালাচ্ছে কারবেরি মোটরসাইকেলস। তবে খুব শীঘ্রই তারা তাদের গোটা প্রোডাকশন পুনে এবং মহারাষ্ট্রতে স্থানান্তরিত করার কথাই ভাবছে, এমনই খবর 'ফিনান্সিয়াল এক্সপ্রেস' পত্রিকার। উল্লেখ্য, ইচ্ছুক ক্রেতা এখনই এই ১০০০ সিসির রয়্যাল এনফিল্ড গাড়ি বুক করতে পারে। আর তারজন্য গোটা টাকা এখনই দিতে হবে না গ্রাহকদের, ৫০ শতাংশ টাকা দিয়েই বুক করা যাবে বলে সূত্রের খবর।