বর্ষবরণের রাতে বন্ধুর হাতেই খুন যুবক
বর্ষবরণের রাতে বন্ধুর হাতেই খুন হলেন যুবক। বাঁশদ্রোণীর বিদ্যাসাগর এলাকায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল বাবু মণ্ডল ওরফে রাজুকে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই বন্ধু ব্রজ নায়েক ঘটনার পর থেকে পলাতক। বেপাত্তা তাঁর পরিবারও। ব্রজর সাথে পার্টিতে যাবেন বলে গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবু মণ্ডল।
ওয়েব ডেস্ক: বর্ষবরণের রাতে বন্ধুর হাতেই খুন হলেন যুবক। বাঁশদ্রোণীর বিদ্যাসাগর এলাকায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল বাবু মণ্ডল ওরফে রাজুকে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই বন্ধু ব্রজ নায়েক ঘটনার পর থেকে পলাতক। বেপাত্তা তাঁর পরিবারও। ব্রজর সাথে পার্টিতে যাবেন বলে গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবু মণ্ডল।
গভীর রাতে পরিবারের লোকজনের কাছে খবর আসে, বাড়ির গলির সামনে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে বাবুর। তাঁরা যখন ঘটনাস্থলে পৌছন তখনও বেঁচে ওই যুবক। নিহতের স্ত্রীর দাবি, গোঙানির মধ্যেই বারবার বাবু বলছিলেন, ব্রজ তাঁকে মেরেছে। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা বাবু মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়।