উচ্চমাধ্যমিকে ভুল অঙ্ক কষেও পাওয়া যাবে পুরো নম্বর
সঠিক অঙ্ক না কষেও পাওয়া যাবে পুরো নম্বর। তাও আবার এক্কেবারে ১৬। এবারের উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এমনই কাণ্ড হতে চলেছে। কিন্তু কি কারণে এত উদারতা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। আসলে এবারের উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে ভুরি ভুরি ভুল ঢাকতেই এই সিদ্ধান্ত সংসদের।
ওয়েব ডেস্ক: সঠিক অঙ্ক না কষেও পাওয়া যাবে পুরো নম্বর। তাও আবার এক্কেবারে ১৬। এবারের উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এমনই কাণ্ড হতে চলেছে। কিন্তু কি কারণে এত উদারতা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। আসলে এবারের উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে ভুরি ভুরি ভুল ঢাকতেই এই সিদ্ধান্ত সংসদের।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে। যেখানে এক নম্বরের হেরফেরে অনেক কিছু বদলে যায়, সেখানে সংসদের ভুলের খেসারত কেন দিতে হবে ছাত্রছাত্রীদের? অঙ্কে ভুল আছে বুঝে যারা অঙ্কটা করল না তারা কেন বঞ্চিত হবে এই ১৬ নম্বর থেকে? এখনও পর্যন্ত এর কোনও জবাব পাওয়া যায়নি।