ভরা বসন্তেও ঠান্ডার আমেজে রেকর্ড গড়ল শীত
ফেব্রুয়ারির শেষেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গত দশ বছরে এমন নজির নেই আবহাওয়া দফতরের পরিসংখ্যানে। এবছর মরসুমের শুরু থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের প্রভাব ছিল জোরালো। পরিস্থিতি বুঝে আবহাওয়াবিদরা শীতের দীর্ঘায়ুর পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু তা যে শীতের আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে তা তাঁরা আন্দাজ করতে পারেননি।
ফেব্রুয়ারির শেষেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গত দশ বছরে এমন নজির নেই আবহাওয়া দফতরের পরিসংখ্যানে। এবছর মরসুমের শুরু থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের প্রভাব ছিল জোরালো। পরিস্থিতি বুঝে আবহাওয়াবিদরা শীতের দীর্ঘায়ুর পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু তা যে শীতের আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে তা তাঁরা আন্দাজ করতে পারেননি।
ভরা বসন্তেও শীতের খবরদারি কমেনি। ফেব্রুয়ারির শেষেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও পাঁচ তো কোথাও আট ডিগ্রি কম। উত্তুরে হাওয়া বইছে প্রবল গতিতে। একদিকে উত্তর ভারতে প্রবল তুষারপাত। অন্যদিকে রাজ্যের উত্তরাংশে তুষারপাতের জের। দুইয়ে মিলে তাই পারদ নিম্নমুখী। আগামী আটচল্লিশ ঘণ্টা শীতের এই তীব্রতা বজায় থাকবে। তিন দিনের বৃষ্টির পর শহরেও জাঁকিয়ে বসেছে শীত। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা পৌছায় তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উত্তরায়ণের কারণে তাপমাত্রা কিছুটা বাড়ছে। কিন্তু তাতে কী ? ঋতু বদলকে বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে শীত।