ভাড়া না বাড়িয়ে নতুন বাস নামানোর দাওয়াই মদন মিত্রর
ভাড়া না বাড়ায় রাস্তায় রোজই কমছে বাস। অনশনে পর্যন্ত বসেছেন বাস মালিকরা। তবু সরকারের সেই এক কথা-ভাড়া বাড়ছে না। এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্যে আজ পরিবহণমন্ত্রীর ঘোষণা, রাস্তায় নামছে ৪০০ নতুন বাস। আন্দোলন-ধর্মঘট না করার মুচলেকা দিলে তবেই পারমিট পাবেন মালিকরা।
ভাড়া না বাড়ায় রাস্তায় রোজই কমছে বাস। অনশনে পর্যন্ত বসেছেন বাস মালিকরা। তবু সরকারের সেই এক কথা-ভাড়া বাড়ছে না। এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্যে আজ পরিবহণমন্ত্রীর ঘোষণা, রাস্তায় নামছে ৪০০ নতুন বাস। আন্দোলন-ধর্মঘট না করার মুচলেকা দিলে তবেই পারমিট পাবেন মালিকরা।
২০১২র অক্টোবর থেকে ২০১৪-র ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ বার জ্বালানির দাম বাড়লেও রাজ্য সরকার বাস ভাড়া বাড়াতে রাজি নয়। প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে বুধবার ১২ ঘন্টার অনশনে বসলেন বাস মালিকরা। অনশনকারীদের কটাক্ষ করে পরিবহণমন্ত্রী এদিনই ফের জানালেন ভাড়া বাড়ছে না।
রাস্তায় বাস কমছে। বিকল্প পরিবহণ হিসেবে নির্ভরযোগ্যে অটোর বিরুদ্ধে নিত্যনতুন দৌরাত্মের অভিযোগ। তাই শহরে 19টি নতুন বাস রুট পারমিট দেবার জন্য টেন্ডার ডাকল রাজ্য। সাধারণ , মিনি ও এসি মিলিয়ে মোট ৪০০ বাস ইএম বাইপাস, ধর্মতলা এবং হাওড়া স্টেশনকে স্পর্শ করবেনা। ৯টি সাধারণ বাসের রুটগুলি হল, বেহালা বেগোর খাল -নিউ টাউন, নিউ বারাকপুর-অলিপুর চিড়িয়াখানা, নিউ বারাকপুর-সেক্টর ফাইভ, শালিমার স্টেশন-সেক্টর ফাইভ, লেক টাউন-রবীন্দ্রতীর্থ, হরিনাভি-করুনাময়ী, পার্ক সার্কাস-ফুরফুরা শরিফ, করুনাময়ী-মন্দিরতলা এবং সলপ-কলকাতা স্টেশন।
চারটি নতুন মিনিবাস রুট
শকুন্তলা পার্ক-আনন্দপুর, বোড়াল-রাজাবাজার, ঠাকুরপুকুর-সাঁতরাগাছি, দমদম-ডুমুরজলা।
এসি বাসের ৬টি নতুন রুট
ন্যাশনাল মেডিক্যাল কলেজ-বটানিক্যাল গার্ডেন, চিড়িয়ামোড়-মহামায়াতলা,বেলঘরিয়া-ঠাকুরপুকুর, টিকিয়াপাড়া-জোকা, টিকিয়াপাড়া-বেলঘরিয়া, দক্ষিনেশ্বর মন্দির-কালীঘাট মন্দির।