ফিরল শীত
মকর সংক্রান্তির আগে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ জীবন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। নেমেছে আপেক্ষিক আদ্রতাও। বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমান ৪৭ শতাংশ।
মকর সংক্রান্তির আগে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ জীবন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। নেমেছে আপেক্ষিক আদ্রতাও। বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমান ৪৭ শতাংশ। বিহার, ঝাড়খন্ড থেকে আসা প্রবল উত্তুরে বাতাসের কারণে গতকালই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর এবং মধ্য ভারতের ওপরে এই মূহুর্তে অবস্থানকারী পশ্চিমী ঝঞ্বা উত্তুরে বাতাসের শক্তি বৃদ্ধি করছে। সেই কারণেই রাজ্যজুড়ে শীতের প্রাবল্য বাড়ছে। যদিও উপকূলবর্তী জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খুব বেশি তাপমাত্রা নামবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমানের কিছু অংশে উল্লেখযোগ্যভাবে নেমেছে তাপমাত্রার পারদ।