বঙ্গে আছেন না বাংলায়, কী হলে ভালো লাগবে আপনার?

সাবেক নাম এবার বদলের মুখে। নাম বদলাচ্ছে পশ্চিমবঙ্গের। নাম পাল্টে বঙ্গ বা বাংলা রাখার প্রস্তাব পাশ হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। ইংরেজীতে নাম হবে বেঙ্গল। কিন্তু বাংলা নামটা কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হতে পারে বঙ্গ বা বাংলা? আপনি কী চান? রাজ্যের নতুন নাম হিসেবে আপনার কোন নামটা পছন্দ?

Updated By: Aug 2, 2016, 06:20 PM IST
বঙ্গে আছেন না বাংলায়, কী হলে ভালো লাগবে আপনার?

ওয়েব ডেস্ক : সাবেক নাম এবার বদলের মুখে। নাম বদলাচ্ছে পশ্চিমবঙ্গের। নাম পাল্টে বঙ্গ বা বাংলা রাখার প্রস্তাব পাশ হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। ইংরেজীতে নাম হবে বেঙ্গল। কিন্তু বাংলা নামটা কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হতে পারে বঙ্গ বা বাংলা? আপনি কী চান? রাজ্যের নতুন নাম হিসেবে আপনার কোন নামটা পছন্দ?

ইংরেজী বর্ণমালার ক্রম অনুযারী এখন পশ্চিমবঙ্গের নাম আসে সবার শেষে। নাম বদলের ফলে একধাপে এবার অনেকটাই উঠে আসবে পশ্চিমবঙ্গ। রাজ্য উঠে আসবে চার নম্বরে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার আর শেষে নয়, প্রথমদিকে চলে আসবে রাজ্যের ট্যাবলো। সংসদে রাজ্যের হয়ে বলার সময়ও বাড়বে। এরকম আরও অনেককিছু।

নাম পরিবর্তন তো একরকম স্থির। এবার আপনি বলুন, কী চান? বঙ্গ না বংলা?

আরও পড়ুন, বদলে যাচ্ছে নাম, পশ্চিমবঙ্গ এবার থেকে শুধুই বঙ্গ বা বাংলা!

.