Buddhadeb Bhattacharjee: নন্দীগ্রামের নায়ক! বুদ্ধবাবু পদ্ম সম্মান পাওয়ার মতো কিছুই করেননি: কুণাল ঘোষ
বাম-রাম সখ্যতার অভিযোগ কুণালের
নিজস্ব প্রতিবেদন: পদ্মভূষণ (Padma Bhushan) সম্মান দিতে চেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) নাম ঘোষণা করেছে কেন্দ্র। যদিও কেন্দ্রের সম্মান প্রত্য়াখ্যান করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে। তখন তাতে বাড়তি মাত্রা যোগ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সম্মান দিচ্ছে কেন্দ্র? তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এরপর সরাসরি বাম-বিজেপি বোঝাপড়ার অভিযোগ করলেন।
নন্দীগ্রাম কাণ্ডকে টেনে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) বেনজির আক্রমণ শানালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, বিজেপির নেতারা দাবি করে তাঁরাও নাকি নন্দীগ্রাম জমি দখলের (Nandigram Violence) বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তাহলে দিল্লির বিজেপি (BJP) তো বুদ্ধবাবুকে স্বীকৃতি দিচ্ছে। ভোটের দায়ে স্বীকৃতি দিল। তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্রের দাবি, "বুদ্ধদেব বাবু এমন কিছু কাজ করেননি যে পদ্মভূষণ (Padma Bhushan) পাবেন। যে বিজেপি (BJP) মুখে সিঙ্গুর-নন্দীগ্রামের বিরোধিতা করেছে। সেই বিজেপি যখন তার নায়ক বুদ্ধবাবুকে পদ্মভূষণ (Padma Bhushan) দেয় এর একমাত্র কারণ বামপন্থীদের ভোট ব্যাংকের কাছে ঘুরিয়ে ভোট ভিক্ষা করা। দিল্লির বিজেপি (BJP) নেতারা বামেদের বার্তা দিচ্ছে আমরা তোমাদের বন্ধু।"
'বাবরি ধ্বংসের নায়ক' কল্যাণ সিংয়ের সঙ্গে কেন বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সম্মান? প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রত্যাখ্যান করলেও কেন স্বরাষ্ট্র দফতরের তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম রইল? এমন একাধিক প্রশ্ন তোলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
একই সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের 'পদ্মশ্রী সম্মান' প্রত্যাখ্য়ানেরও প্রশাংসা করেন তৃণমূল মুখপাত্র। তিনি জানান, 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের পদ্মশ্রীর থেকেও বড় পদ্ম সম্মানের পাওয়া উচিত। এই বয়সে এসে কেন তাঁকে পদ্মশ্রী দেওয়া হবে, প্রশ্নও তোলেন কুণাল।