Swasthya Sathi: অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ি! স্বাস্থ্যসাথীতে খরচ কমাতে মরিয়া রাজ্য
স্বাস্থ্যসাথীতে খরচ কমাতে মরিয়া রাজ্য। প্রকল্পের আওতায় যথেচ্ছ অর্থোপেডিক অপারেশন। বরাদ্দ নয়ছয় রুখতে কড়াকড়ির ভাবনা। কোল্ড সার্জারিতে শিগগিরিই বিধিনিষেধ। সমিতির বাত্সরিক বৈঠকের পর খবর সূত্রের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাস্থ্যসাথী কার্ডে অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ির পথে স্বাস্থ্য ভবন। ‘স্বাস্থ্যসাথী’-তে খুব শিগগির বিধিনিষেধ জারি হতে পারে অর্থোপেডিক কোল্ড সার্জারিতে। স্বাস্থ্যসাথী কার্ডে অর্থোপেডিক সার্জারি নিয়ে আরও কড়াকড়ির দিকে হাঁটছে স্বাস্থ্যভবন। শনিবার ছিল স্বাস্থ্যসাথী সমিতির বাৎসরিক জেনারেল বডি মিটিং। সেখানেই গত এক বছরে স্বাস্থ্যসাথীর জন্য নেওয়া পদক্ষেপগুলি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গেই উঠে আসে স্বাস্থ্যসাথী কার্ডে যথেচ্ছ অর্থোপেডিক সার্জারির বিষয়টিও।
আরও পড়ুন, 'শিক্ষকতা এখন শুধুই পেশা, সেই কারণেই চাকরি কেনাবেচা', শিক্ষকদের ঘুরিয়ে তোপ সৌগতর
স্বাস্থ্যসাথী কার্ডে অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ির পথে স্বাস্থ্য ভবন। ‘স্বাস্থ্যসাথী’-তে খুব শিগগির বিধিনিষেধ জারি হতে পারে অর্থোপেডিক কোল্ড সার্জারিতে। সূত্রের খবর, অস্থির আপৎকালীন সার্জারিতে কোনও বিধিনিষেধ জারি না হলেও কোল্ড সার্জারিতে বিধিনিষেধ আরোপিত হতে পারে খুব শীঘ্রই। অর্থোপেডিক সার্জারি নিয়ে একাধিক অভিযোগ ওঠে। একাধিক অনিয়মের অভিযোগও এসেছে। তারপরেই অর্থোপেডিক সার্জারির বিষয়টি উঠে এসেছে আলোচনায়।
এর আগে মুর্শিদাবাদে স্বাস্থ্যদফতর জানিয়েছিল, জরুরী অবস্থা ব্যতিরেকে স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতাল অর্থোপেডিকের চিকিৎসায় সরাসরি রোগী ভর্তি করা যাবে না। স্বাস্থ্যভবনের আধিকারিকদের বক্তব্য ছিল, রাজ্য সরকার গত কয়েক বছরে সব জেলাতেই আধুনিক অস্ত্রোপচারের সুবিধা-সহ অস্থি চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলেছে। কিন্তু দেখা যাচ্ছে, অর্থোপেডিকের বেশির ভাগ পরিকল্পিত অস্ত্রোপচার সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে চলে যাচ্ছে স্থানীয় বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে। আর সেই অপারেশন হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে।
আরও পড়ুন, WB Governor: মধ্যরাতের সাসপেন্স ভাঙলেন রাজ্যপাল, ২টি কনফিডেন্সিয়াল চিঠিতে সই রাজ্যপালের