Saayoni Ghosh: 'জল নেই, ড্রেন নেই, ভোট দেব না', যাদবপুরে তুমুল বিক্ষোভের মুখে সায়নী!
সায়নী ঘোষের প্রচারের সময় তাঁর মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা প্রতিবাদ জানান। মহিলাদের প্রতিবাদ শুনে প্রথমে চুপ-ই ছিলেন সায়নী ঘোষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পানীয় জল থেকে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে স্থানীয় মহিলাদের ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদের মুখে পড়েন সায়নী। 'ভোট দেব না,' তৃণমূল প্রার্থীর মুখের উপরই সাফ জানালেন তাঁরা!
যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে ধাক্কা। রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সায়নী ঘোষের সামনেই প্রতিবাদ স্থানীয় মহিলাদের। "পানীয় জলের ব্যবস্থা নেই। রাস্তাঘাট ভালো নেই। নিকাশি ব্যবস্থা নেই। ড্রেন মজে আছে। পুরসভাকে বারে বারে জানিয়েও কোনও কাজ হয়নি। এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোনও দলকে ভোট দেব না।" সায়নী ঘোষের প্রচারের সময় তাঁর মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই প্রতিবাদ জানান। মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমে চুপ-ই ছিলেন সায়নী ঘোষ।
তবে প্রথমে চুপ করে থাকার পর সায়নী ঘোষ জানান, জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে। রাস্তা করা হচ্ছে। জলের ব্যবস্থাও করা হবে। ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। তবে এদিন প্রচারে বেরিয়ে সায়নী ঘোষের মুখের সামনে এলাকার সাধারণ মানুষ তথা মহিলারা যেভাবে ক্ষোভ উগরে দিয়েছে, তাতে করে তৃণমূল প্রার্থীকে ভোটবাক্সে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে। এমনটা মনে করছে ওয়াকিবহব মহল। কারণ এলাকাবাসীর কথাতেই সেটা পরিষ্কার। এদিন বোরাল পোস্ট অফিস, ঠনঠনিয়া মোড় থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষে। এক বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে প্রায় ৩ ঘণ্টা প্রচার করেন সায়নী।
একইরকম শাড়ি পরা প্রায় ১০০ মহিলা। সঙ্গে রাধা-কৃষ্ণের মথুরা-বৃন্দাবন লীলা। সর্ব ধর্ম সমন্বয় সহ প্রচুর বর্ণময় প্রপস নিয়ে প্রচার করেন সায়নী। প্রচারে বেরিয়ে সায়নী দাবি করেন, তাঁর ধারে-কাছে আর কেউ নেই। তিনি নিজেই নিজের প্রতিপক্ষ। আরও জানান, কর্মীরা এতো সুন্দর রোড শো আয়োজন করেছেন দেখে মুগ্ধ তিনি। হাতে প্রচুর সময়। জুনের ১ তারিখ ভোট। তাও সময় নষ্ট করতে রাজি নন তিনি। দলনেত্রী নিজেই যেখানে সর্বক্ষণ সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন, সেখানে তিনি কেন ঘরে বসে থাকবেন? যুক্তি দেন সায়নী।
আরও পড়ুন, Rachna Banerjee: প্রাক্তন স্বামী বিজেপিতে! তৃণমূল প্রার্থী রচনা বললেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)