জনাদেশ মেনে নিক BJP, মন্ত্রীরা এলে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে: Mamata

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনোত্তর হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে কড়া চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যে এসেছে ৪ সদস্যের কেন্দ্রীয় দল। এনিয়ে যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তাঁর বার্তা,''মানুষের রায় মেনে নিক বিজেপি।''    

রাজ্যে হিংসার ঘটনায় দ্রুত রিপোর্ট না পাঠালে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে বুধবার রাজ্যকে কড়া চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই চিঠি নিয়ে এ দিন মুখ খুললেন মমতা (Mamata Banerjee)। দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন,''২৪ ঘণ্টাও একটা সরকারের হয়নি। তার মধ্যে চিঠি চলে আসছে, তার মধ্যে টিম চলে আসছে, মন্ত্রী চলে আসছেন। আমি বিজেপি নেতৃত্বকে বলব সংযত হোন। মানুষের রায় মেনে নিন। মানুষের রায় এখনও মানতে পারেনি বলে এই সব ঘটনা ঘটছে। উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছে। কোচবিহারে গুন্ডামিটা বেশি হচ্ছে। যেখানে যেখানে ওরা বেশি আসন পেয়েছে সেখানে গুন্ডামি হচ্ছে। বিজেপি নিজেই গুন্ডামি করছে। আমাদের ছেলেদের বলব শান্ত থাকো। বিজেপি নিজে উস্কানি দিচ্ছে। কাল আমাদের কাউন্সিলর বাবাইকে বললাম তোরা শান্ত আছিস তো? বলল আমরা কোথায় করছি? বিজেপিই অশান্তি করছে।'' 

কেন অন্য জায়গায় কেন্দ্রীয় দল যায় না, সে প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর কথায়,''৬ মাস ধরে রাজ্যে এসে বাংলা দখল করতে গিয়ে কোভিডে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষটাকে। কই অক্সিজেন লোকে যখন পায় না টিম আসে না তো! স্যালাইন লোকে পায় না টিম আসে না তো! ভ্যাকসিন নেই টিম আসে না তো! হাথরসের ঘটনা ঘটলে টিম আসে না তো! দিল্লিতে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো! উত্তরপ্রদেশে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো! সাংবাদিকদের খুন করলে টিম আসে না তো!'' 

করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীরা কেন রাজ্যে আসছেন, সেনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা (Mamata Banerjee)। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ না থাকলে বাইরের কাউকে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কথায়,''২৪ ঘণ্টাও শপথ নেওয়া হয়নি। সকাল ১১টায় শপথ। আর সন্ধে ৭টায় কড়া চিঠি। আজ সকালে টিম এসেছে। টিম এসেছে চা-টা খাইয়েছি। চলে গিয়েছেন তাঁরা। থ্যাংকিউ সো মাচ। অতিথিরা আসতে পারেন। তবে কোভিড পরিস্থিতিতে বাইরের কেউ এমনকি মন্ত্রীরা এলেও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ শংসাপত্র আনতে হবে। নইলে আমরা পরীক্ষা করব। আইন কারও জন্য ভিন্ন হতে পারে না। বিশেষ বিমানে এলেও আরটি-পিসিআর চেক করব। কোভিড ধরা পড়লে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।''

আরও পড়ুন- হাসপাতালগুলিতে বসছে অক্সিজেন প্ল্যান্ট, কাজে লাগানো হবে কোয়াক ডাক্তারদের: Mamata

English Title: 
West Bengal Election Result 2021: Mamata Banerjee says, BJP should agree mandate
News Source: 
Home Title: 

জনাদেশ মেনে নিক BJP, মন্ত্রীরা এলে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে: Mamata   

জনাদেশ মেনে নিক BJP, মন্ত্রীরা এলে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে: Mamata
Yes
Is Blog?: 
No