হিংসায় মৃতদের মধ্যে অর্ধেক BJP ও অর্ধেক TMC, ২ লক্ষ টাকা করে দেব: Mamata

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসায় হিংসায় মারা গিয়েছেন ১৬ জন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  বৃহস্পতিবারও সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করলেন, বিজেপি যেখানে জিতেছে, সেখানেই বেশি হিংসা হচ্ছে।      

রাজনৈতিক রং না দেখে নির্বাচনোত্তর হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন তিনি বলেন,''ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারগুলিকে সরকারের তরফে ২ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। কোনও ভেদাভেদ করা হবে না। সব ধর্ম, মত ও রাজনৈতিক দলের কর্মীদের দেওয়া হবে।'' 

হিংসার দায় তাঁর সরকারের নয় বলেও এ দিন জানান মমতা। মনে করিয়ে দিয়েছেন,''৩ মে পর্যন্ত নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল। সে সময়ের মধ্যে ১৬ জন মারা গিয়েছে। আইনশৃঙ্খলা তখন নির্বাচন কমিশনের আওতায় ছিল। মৃতদের মধ্যে অর্ধেক বিজেপি ও অর্ধেক তৃণমূল। এবং ১ জন সংযুক্ত মোর্চার।''

বিজেপি হিংসায় প্ররোচনা দিচ্ছে বলে এ দিন অভিযোগ করেন মমতা। তাঁর কথায়,''আমরা চাই না হিংসা হোক। মিটিং, মিছিল- রাজনৈতিক সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কেন কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রামে গ্রামে গিয়ে উস্কানি দিচ্ছেন? দাঙ্গার প্ররোচনা দিচ্ছেন? আমি জানি না! অনুরোধ করব, দাঙ্গার প্ররোচনা দিয়ে পরিস্থিতি খারাপ করবেন না। যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে হিংসা বেশি হয়েছে। আর হয়েছে যেখানে আগে এসপি-ডিজি সব চেঞ্জ করে দিয়েছিল। নির্বাচনের পর এই ধরনের ঘটনা সবসময়ই ঘটে। সেটা যাতে না হয় প্রথম দিনই শান্তির বার্তা দিয়েছিলাম। সেলিব্রেশন বন্ধ করে দিয়েছিলাম। শুধু বলেছিলাম রবীন্দ্র জয়ন্তীতে ছোট ছোট প্রোগ্রাম করব। মা-মাটি-মাটি মানুষকে ধন্যবাদ দেব। কালচারাল প্রোগ্রাম হবে।''

আরও পড়ুন- ক্ষমতায় এসেই রাজ্য পুলিসে কমিশনের বদল পাল্টে দিলেন Mamata

English Title: 
West Bengal Election Result 2021: Mamata Banerjee announced 2 lakhs compensation
News Source: 
Home Title: 

হিংসায় মৃতদের মধ্যে অর্ধেক BJP ও অর্ধেক TMC, ২ লক্ষ টাকা করে দেব: Mamata

হিংসায় মৃতদের মধ্যে অর্ধেক BJP ও অর্ধেক TMC, ২ লক্ষ টাকা করে দেব: Mamata
Yes
Is Blog?: 
No