West Bengal Election 2021: Mamata-কে ব্ল্যাকমেল করেছেন Anubrata, বিস্ফোরক Firhad
নলহাটিতে তৃণমূলের (TMC) টিকিট পাননি মইনুদ্দিন শামস। সেনিয়ে বিস্ফোরক মন্তব্য ফিরহাদের (Firhad Hakim)।
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ব্ল্যাকমেল করে নিজের পছন্দের প্রার্থী দিয়েছেন বীরভূমের জেলা সভাপতি। কলকাতা বন্দর এলাকায় কর্মিসভায় এমন দাবিই করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর দাবি,মমতাকে ব্ল্যাকমেল করেছিলেন অনুব্রত। সে জন্য নলহাটিতে টিকিট পাননি মইনুদ্দিন শামস।
গত ৫ মার্চ প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস (TMC)। ওই তালিকায় নাম ছিল না নলহাটি বিধানসভার বিধায়ক মইনুদ্দিন শামসের। সেই মইনুদ্দিন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ওই ভিডিয়োয় ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বলতে শোনা যাচ্ছে,'মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জিজ্ঞেস করলাম কী হল? উনি তখন আমায় বললেন, অনুব্রত ব্ল্যাকমেলিং করছে। জোর করে নাম কেটে দিল। আমি কী করব! আমি বললাম, আপনি সর্বোচ্চ নেত্রী। তখন উনি বললেন, আমাকে সবাইকে সামলাতে হয়।' ফিরহাদের আরও সংযোজন,'ভালো মানুষ। কিন্তু টিকিট পেলেন না। আমি নেতা নই, বোকা মানুষ। তাই এসব কথা বলছি। আমাদের হাত-পা বাঁধা।'
ভোটের (West Bengal Election 2021) আগে এই ভিডিয়োয় ফাঁস হওয়ায় স্বাভাবিক অস্বস্তিতে তৃণমূল। পরে ফিরহাদ হাকিম (Firhad Hakim) দাবি করেন, এমন কিছুই বলেননি তিনি। ফিরহাদের (Firhad Hakim) ব্যাখ্যা,'এরকম কিছু বলিনি। আমি যেটা বলেছি, কী কারণে হয়েছে, জানি না। সিটটা দিলে ভালো হতো।' এনিয়ে অনুব্রত মণ্ডলের রাখঢাক নেই। বরাবরের মতোই তাঁর স্পষ্ট বক্তব্য, স্বাভাবিকভাবে কষ্ট হয়েছে। মানুষ না চাইলে আমি কী করব! মানুষ চাইছে না তাই হয়েছে। ববির এলাকার লোক। ববি তো চাইবেই। ৫ বছরে কারওর সঙ্গে মেশেনি বিধায়ক।'
মইনুদ্দিন শামসের বক্তব্য,'জেলা সভাপতি সর্বভারতীয় সভানেত্রীকে ব্ল্যাকমেল করছেন। প্রার্থী ঠিক করে দিচ্ছে। এটা মেনে নিতে হবে! এই দলের নীতিটা বুঝতে পারছি না। প্রার্থীতালিকা ঘোষণার পর থেকে দলের সঙ্গে যোগাযোগ নেই।' বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,'মমতার উপরে প্রবল চাপ রয়েছে। জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছিলেন অনেককে। আজকে তাঁরাই ব্ল্যাকমেল করছে।'
আরও পড়ুন- West Bengal Election 2021: রেল আপনাদের, মহিলাদের ভাড়া ফ্রি করে দেখান: Abhishek