West Bengal Election 2021: 'কুটিল চিত্রনাট্য', নন্দীগ্রামে Mamata-র 'বাপ-ব্যাটা'য় মুখ খুললেন Buddhadeb

বিজেপি-তূণমূলকে নিশানা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। 

Updated By: Mar 29, 2021, 10:39 PM IST
West Bengal Election 2021: 'কুটিল চিত্রনাট্য', নন্দীগ্রামে Mamata-র 'বাপ-ব্যাটা'য় মুখ খুললেন Buddhadeb

নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের দ্বিতীয় দফার আগে নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটা মন্তব্যে ঘুরে গিয়েছে রাজনৈতিক বিতর্কের অভিমুখ। ভোট-রাজনীতিতে না থেকেও প্রবলভাবে সামনে চলে এসেছেন মমতার তাঁর পূর্বসূরি। নন্দীগ্রাম নিয়ে এবার মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। 

বিজেপি-তূণমূলকে নিশানা করে বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) বিবৃতিতে জানিয়েছেন,'নন্দীগ্রাম, সিঙ্গুরে এখন শশ্মানের নীরবতা। সে সময়ের কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দু’ভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে বাংলার যুব সমাজ।'

রাজ্যে তৃণমূল সরকারকে বিঁধে প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharjee) মন্তব্য,'গত এক দশকে পশ্চিমবঙ্গ সবদিক দিয়েই পিছিয়ে পড়েছে। যুবদের কাজের স্বপ্ন চুরমার হয়ে গেয়েছে। শিক্ষাঙ্গন কলুষিত, স্বাস্থ্য পরিষেবা গরিব মানুষের নাগালের বাইরে-কার্যত ভেঙে পড়েছে। দুর্নীতি-তোলাবাজি-সিন্ডিকেটরাজ রাজ্যবাসীর জীবনধারন দুর্বিষহ করে তুলেছে। মহিলাদের নিরাপত্তা, আত্মনির্ভরতা সমাজবিরোধীদের দৌরাত্ম্যে আজ বিপন্ন।' 

নতুন প্রজন্মের দাবি নিয়ে বামেরাই পথে নেমেছে বলে স্মরণ করিয়ে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) আহ্বান, 'পশ্চিমবঙ্গে বামফ্রন্ট-কংগ্রেস-আইএসএফ স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতা বিরোধী জনগণের মোর্চা (সংযুক্ত মোর্চা) তৈরি করেছে। এরাই পারবে  এই অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। জনগণের স্বার্থে নতুন সরকার প্রতিষ্ঠার জন্য এই শক্তিকে বিধানসভা নির্বাচনে জয়ী করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি।'  

নন্দীগ্রামের (Nandigram) গুলি চালানোর ঘটনায় রবিবার রেয়াপাড়ায় সভায় 'বাপ-ব্যাটা'কে কাঠগড়ায় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছেন,'আমি এখনও বিশ্বাস করি। পরে শুনেছিলাম, এই বাপ-ব্যাটার পারমিশন ছাড়া সেদিন পুলিস নন্দীগ্রামে ঢুকতে পারত না। আমি চ্যালেঞ্জ করে বলছি, সিপিএমের হার্মাদরা ওদের সঙ্গে ঘুরে বেরাচ্ছে।' 

আরও পড়ুন- West Bengal Election 2021: আমরা বন্দুকের যুদ্ধ করব বলেছিলাম, পঞ্চমবারে সায় দিয়েছিলেন, বিস্ফোরক Sisir

.