চব্বিশ ঘণ্টার মধ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। মধ্যভারত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে।

Updated By: Apr 26, 2012, 05:11 PM IST

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। মধ্যভারত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে।
কলকাতায় দিনের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স ও উত্তর দিনাজপুরে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওদিকে এবছর বর্ষা নির্দিষ্ট সময়, অর্থাত্ ৮ জুনই আসবে বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া দফতর।

.