Weather Report: দুপুরেই রাত নামে কলকাতায়, ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগামী ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি জায়গায়। 

Updated By: Jul 7, 2021, 06:20 PM IST
Weather Report: দুপুরেই রাত নামে কলকাতায়, ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

নিজস্ব প্রতিবেদন:  দুপুরে হঠাৎই রাত নামে কলকাতায়। একের পর এক বাজে কেঁপে ওঠে শহর। সঙ্গে হতে থাকে ভারী বৃষ্টি।  বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই।  ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে প্রবল বৃষ্টি। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতা। এরপর থেকেই শুরু হয় টানা বৃষ্টিপাত। বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়ার সতর্কতা জারি করা হয়েছিল। 

 শুধুমাত্র কলকাতা নয়, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।  মৌসুমী অক্ষরেখা বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের ওপরে ছিল, এই মুহূর্তে সেটি উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নেমে এসেছে এবং অনেক বেশি সক্রিয় এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। 

এই মৌসুমী অক্ষরেখার পাশাপাশি একটি উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশের ওপর রয়েছে, যার জেরে এই ঝড় বৃষ্টি  ৯ তারিখ পর্যন্ত চলবে। এরপর থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। আগামী পাঁচ দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি জায়গায়। 

.