সপ্তাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
নভেম্বরেও পিছু ছাড়ছে না বৃষ্টি । সপ্তাহের মাঝে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: নভেম্বরেও পিছু ছাড়ছে না বৃষ্টি । সপ্তাহের মাঝে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : শহরে ডেঙ্গির বলি ৩, খোলা নর্দমা আর অপরিস্কার ভ্যাটে দাপট বাড়ছে মশার
কবে শীত পড়বে? বৃষ্টিই বা কবে হবে? আবহাওয়া দফতর জানিয়েছে যে, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এক ফলেই সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। সপ্তাহের মাঝামাঝিতে বৃষ্টি হলে তাপমাত্রা অবশ্যই একটু নামবে। তবে, জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা এখন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন : অপহরণকারীদের খপ্পর থেকে নাটকীয়ভাবে পালিয়ে এল স্কুলছাত্র