WBJEE 2024: ভোট মিটতেই এবার জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, দিনক্ষণ জানাল বোর্ড...

ডাক্তারি পড়ার জন্য এখন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হয়। রাজ্যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবছর জয়েন্ট এন্টান্স হয়েছিল ২৮ এপ্রিল। এই পরীক্ষার বসার জন্য় অনলাইনে আবেদন করেছিলেন ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ পড়ুয়া। যাঁদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৪৩ হাজার ১২১। স্রেফ গতবারের তুলনায় বেশিই নয়, যা বোর্ডের ইতিহাসে নজিরও।

Updated By: Jun 5, 2024, 04:53 PM IST
WBJEE 2024: ভোট মিটতেই এবার জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, দিনক্ষণ জানাল বোর্ড...

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পরীক্ষা হয়ে গিয়েছে এপ্রিলে। কবে ফলপ্রকাশ জয়েন্ট এন্ট্রান্সের? আগামীকাল, বৃহস্পতিবার। বেলা আড়াইটের সময়ে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করবে ওয়েস্ট জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সঙ্গে কাউন্সেলিংয়ের সম্ভাব্য দিনও। এরপর বিকেল চারটে থেকে ফল জানতে পারবেন পড়ুয়ারা।

আরও পড়ুন:  Loksabha election 2024: বামের ভোট এবারও রামেই! শতকরা ভোটের হিসেবে শক্তি কমেনি তৃণমূলের...

ডাক্তারি পড়ার জন্য এখন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হয়। রাজ্যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবছর জয়েন্ট এন্টান্স হয়েছিল ২৮ এপ্রিল। এই পরীক্ষার বসার জন্য় অনলাইনে আবেদন করেছিলেন ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ পড়ুয়া। যাঁদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৪৩ হাজার ১২১। স্রেফ গতবারের তুলনায় বেশিই নয়, যা বোর্ডের ইতিহাসে নজিরও।

আরও পড়ুন:  Durga Puja 2024: ভোটপুজো শেষ, এবার দুর্গাপুজো! কুমারটুলি থেকে বিদেশে যেতে শুরু করল মাতৃপ্রতিমা...

গতবারের মতোই এবছরও একই দিনে দুই অর্ধে জয়েন্ট এন্টান্স পরীক্ষা দিয়েছিলেন পড়ুয়ারা। সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হয় অংক পরীক্ষা। তারপর দুপুর ২ টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রসায়ন ও পর্দার্থবিদ্যা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.