ফের রাজ্যে ফিরতে চলেছে কনটেনমেন্ট জোন! নয়া বিজ্ঞপ্তি নবান্নের
বিধিনিষেধে ছাড় মিললেও, ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
Updated By: Jun 15, 2021, 10:32 PM IST
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা গ্রাফ এখন অনেকটাই নিম্নগামী। আপাতত বিধিনিষে না উঠলেও, কার্যত লকডাউনে বেশ কিছুটা ছাড় দিয়েছে সরকার। তবে, প্রয়োজনে ফের কনটেনমেন্ট জোন ফিরতে পারে রাজ্য়ে! যেদিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল, তার পরেরদিনই ফের নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? জেলায় করোনা পরিস্থিতি উপর কড়া নজরজারি চালাতে হবে প্রশাসন। নমুনা পরীক্ষার পর দ্রুত চিকিত্সার ব্যবস্থা করতে হবে রোগীর। শুধু তাই নয়, করোনা সংক্রমণ বাড়লে হটস্পট (hotspot) চিহ্নিত করে প্রয়োজনে কনটেনমেন্ট জোন বা মাইক্রো কনটেনমেন্ট জোন করতে হবে প্রশাসন। আগের মতো বিস্তারিত পরিসংখ্যানও পাঠাতে হবে নবান্নে।
এদিকে, করোনা বিধিনিষেধের মধ্যেই আগামিকাল অর্থাত্ বুধবার থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। আপাতত চলবে গুটিকয় স্পেশাল ট্রেন। মোট ৬ জোড়া ট্রেন চালু করা হচ্ছে। অর্থাত্ আপ ও ডাউনে চলবে মোট ১২টি ট্রেন।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)