বিধানসভাতেও সেলেব প্রার্থী TMC-র, সম্ভাবনা Raj, Ranita-দের
ভোটের আগে বেশ কয়েকজন সেলেব যোগদান করেছেন তৃণমূলে।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকটি নাম ভেসে আসছে। এর মধ্যে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, রণিতা দাসের মতো সেলেবরা।
ভোটের আগে বেশ কয়েকজন সেলেব যোগদান করেছেন তৃণমূলে। সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, রণিতা দাস ও সায়ন্তিকা দাসরা এখন মমতার দলের সদস্য। গত লোকসভা ভোটে মিমি, নুসরত ও দেবকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিন জনেই জিতেছেন। দেব এনিয়ে দু'বার সাংসদ। বিধানসভা ভোটেও তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে সেলেব মুখ। পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী রণিতা দাস, সাঁওতালি ছবির সুপারস্টার বীরবাহা হাঁসদা প্রার্থী হতে পারেন বলে খবর। এছাড়া রয়েছেন অন্যান্য় চক্রবর্তী, সুদেষ্ণা রায় ও মণীশ গুপ্তরা।
এদিকে, ৫ মার্চ, শুক্রবার ২৯৪টি আসনের জন্যেই প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলনেত্রী। সূত্রের খবর, রাজ্যে প্রায় ৫০% মহিলা ভোটার। তাঁদের মাথায় রেখে মহিলা প্রার্থীর সংখ্যা বাড়তে পারে তৃণমূলের তালিকায়।
আরও পড়ুন- TMC-তে যোগ দিলেন সুপারস্টার Birbaha Hansda