WB Assembly Election 2021: যাঁদের মহাগুরু বলা হচ্ছে, তাঁরাই তো সারদার সঙ্গে যুক্ত: Salim
'চারবার দল বদল করেছে। ওর কোনও বিশ্বাসযোগ্যতা নেই', প্রতিক্রিয়া সৌগত রায়ের।
নিজস্ব প্রতিবেদন: 'চারবার দল বদল করেছে। ওর কোনও বিশ্বাসযোগ্যতা নেই'। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বিজেপিতে যোগ দেওয়ার পর বললেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) মনে করিয়ে দিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করার পর বলেছিলেন, মিঠুন চক্রবর্তী অকৃতজ্ঞ নয়। সারা জীবন মনে রাখব, আমার ছোট বোন রাজ্যসভায় পাঠাল'। গেরুয়া যোগে একদা বাম ঘনিষ্ঠ অভিনেতাকে কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিমও (Md. Salim)।
তখন তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সারদাকাণ্ডে নাম জড়ানোর পর কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। জনসমক্ষে আসেননি বহুদিন। পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। একুশের ভোটের (WB Assembly Election 2021) আগে এবার গেরুয়াশিবিরে নাম লেখালেন বাংলার 'মহাগুরু'। রবিবার ব্রিগেডে মোদীর (PM Modi) সঙ্গে একমঞ্চে দেখা গেল তাঁকে। দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত থেকে দলের পতাকা নেওয়ার পর প্রতিপক্ষকে 'বহিরাগত' কটাক্ষের জবাবও দিলেন মিঠুন। তাঁর মুখে শোনা গেল 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে', 'এক ছোবলে ছবি'-মতো সিনেমার জনপ্রিয় সংলাপ।
আরও পড়ুন: WB assembly election 2021: BJP একমাত্র পার্টি, যারা ভালো কিছু করছে: Mithun
রাজ্যসভায় দলের প্রাক্তন সাংসদ দলবদলে কী প্রতিক্রিয়া তৃণমূলের? সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, 'চারবার দল বদল করেছে। অরিজিন্যালি নকশাল ছিল, পরে সিপিএম হল। তারপর তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। কোনও বিশ্বাসযোগ্যতা নেই'। তাঁর অভিযোগ, 'মিঠুনকে ইডি দেখিয়ে হুমকি দিচ্ছিল বিজেপি। সেকারণে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি'। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া, 'মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করার পর বলেছিলেন, মিঠুন চক্রবর্তী অকৃতজ্ঞ নয়। সারা জীবন মনে রাখব, আমার ছোট বোন রাজ্যসভায় পাঠাল। আজ বিপক্ষ শিবিরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, মারব এখানে লাশ পড়বে শ্মশানে, এক ছোবলে ছবি! ঠিক মেলানো যাচ্ছে না'।
আরও পড়ুন: WB Assembly Election 2021: স্কুটি যখন নন্দীগ্রামে পড়তে চাইছে, আমরা কী করব: Modi
একসময়ের বামেদের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন মিঠুন। প্রয়াত সুভাষ চক্রবর্তীকে তাঁকে খুবই স্নেহ করতেন বলে শোনা যায়। ব্রিগেডে মোদীর সঙ্গে একমঞ্চে সেই মিঠুন চক্রবর্তীকে দেখার সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md salim) বললেন, 'আজ যাঁদের মহাগুরু, মহান নেতা বলা হচ্ছে, তাঁরাই তো সারদার সঙ্গে যুক্ত'। প্রসঙ্গত, শনিবার Zee 24 Ghanta- কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)র বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বলেছিলেন, ''সাধারণভাবে আমরা প্রধানমন্ত্রীর সভায় যোগদানের কর্মসূচি রাখি না। তবে আজ মিঠুনদা আসছেন। আজ মিঠুনদা দলে যোগ দিলেও দিতে পারেন। তবে এখনই নিশ্চিভাবে কিছু বলতে পারছি না। মিঠুনদা এলেই সবকিছু স্পষ্ট হবে।' বাস্তবে ঘটলও তাই।