WB Assembly Election 2021: খাস কলকাতায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত BJP

অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বোমার আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী। 

Updated By: Mar 17, 2021, 09:12 AM IST
WB Assembly Election 2021: খাস কলকাতায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত BJP
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভোট যুদ্ধ চলছেই। রাজনৈতিক উত্তাপও বাড়ছে রাজ্যে। আর ভোটের আগে খাস কলকাতায় ফের বোমাবাজি। উদ্ধার করা হল ব্যাগ ভর্তি বোমা। অভিযোগ, গতকাল রাতে কাঁকুড়গাছিতে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বোমার আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: 'EC-কে খাটো করে দেখানোর চেষ্টা', নন্দীগ্রামকাণ্ডে Mamata-কে চিঠি কমিশনের

ফুলবাগান থানা সূত্রে খবর, এ দিন রাত পৌনে এগারোটা নাগাদ বাইকে চেপে এলাকায় আসে দুই যুবক। তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়ানো কর্মীদের লক্ষ্য করে পর পর দুটি বোমা ছুড়তে থাকেন তারা। একটি বোমা ফাটলে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা ও ফুলবাগান থানার পুলিস। আসেন ডেপুটি কমিশনার অজয় প্রসাদ। একই সঙ্গে লালবাজার থেকেও ফোর্স আসে। জানা গিয়েছে, ঘটনার পরই বাইক ফেলে পালায় দুই অভিযুক্ত যুবক।

পরে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। ইতিমধ্যেই বাইকটিকে আটক করেছে পুলিস। ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। 

.