দীনেশ ত্রিবেদীকে সতর্ক করতে চলেছে তৃণমূল

দীনেশ ত্রিবেদীকে সতর্ক করতে চলেছে তৃণমূল। প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হবে। পরে প্রয়োজনে লিখিত সতর্কবার্তা দেওয়া হবে। নারদ কাণ্ডের পর থেকে প্রকাশ্যে দল এবং দলের নেতাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণেই এই সিদ্ধান্ত তৃণমূল সংসদীয় দলের। ভবিষ্যতে ফের দলবিরোধী কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হবে। একই বার্তা দেওয়া হয়েছে দলের অন্য সাংসদদেরও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ওব্রায়েন, মুকুল রায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য সাংসদরা। সংসদে বিজেপি এবং কংগ্রেসের থেকে তৃণমূল সমদূরত্ব বজায় রাখবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে।

Updated By: May 10, 2016, 08:14 PM IST
দীনেশ ত্রিবেদীকে সতর্ক করতে চলেছে তৃণমূল

ওয়েব ডেস্ক: দীনেশ ত্রিবেদীকে সতর্ক করতে চলেছে তৃণমূল। প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হবে। পরে প্রয়োজনে লিখিত সতর্কবার্তা দেওয়া হবে। নারদ কাণ্ডের পর থেকে প্রকাশ্যে দল এবং দলের নেতাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণেই এই সিদ্ধান্ত তৃণমূল সংসদীয় দলের। ভবিষ্যতে ফের দলবিরোধী কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হবে। একই বার্তা দেওয়া হয়েছে দলের অন্য সাংসদদেরও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ওব্রায়েন, মুকুল রায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য সাংসদরা। সংসদে বিজেপি এবং কংগ্রেসের থেকে তৃণমূল সমদূরত্ব বজায় রাখবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে।

.